ব্রেকিং নিউজ
‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম

সিডনিতে হাথুরুসিংহের সঙ্গে সাদমানের যে আলোচনা হয়েছিল

Ayesha Siddika | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ - ১১:০৪:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক : নিজের ব্যাটিংকে আরো শাণিত করার জন্য বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে অনুশীলন করেছিলেন সাদমান ইসলাম।

মূলত অস্ট্রেলিয়ায় গিয়ে তিনি ঘণ্টায় ২৫০ ডলার খরচ করে অনুশীলন করেছিলেন। তখন বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বেশ। সিলেটে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাদমান। ওপেনিংয়ে নেমে ৮০ রান করেন তিনি। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে হাথুরুসিংহের সঙ্গে সেই অনুশীলনের বিষয় নিয়ে ব্যাখ্যা দিয়েছেন।

সাদমান বলেন, ‘ওখানে (সিডনি) যাওয়ার কারণ হচ্ছে, ওদের কন্ডিশন বোঝার চেষ্টা করা। সিডনি যেরকম পিচ, তা দেখার জন্যই যাওয়া। তিনি (হাথুরু) ছাড়া ওখানে যাওয়ার সুযোগ ছিল না, সেই কারণেই তার কাছে যাওয়া হয়েছে। ওখানে গিয়ে তেমন কোনো টেকনিক্যাল কাজ করা হয়নি। শুধু তার সঙ্গে কথা বলেছি— কীভাবে ব্যাটিং করা যায়, কীভাবে বড় ইনিংস গড়া যায়, কীভাবে খেলার ধরন বদলানো যায়। এগুলো নিয়েই আলোচনা হয়েছে।’

সিডনিতে হাথুরুসিংহের সঙ্গে টেকনিক্যাল কাজ হয়েছিল কিনা প্রশ্নে সাদমান বলেন, ‘না, না, এরকম কিছু হয়নি। মূলত যে অনুশীলনটা করা হয়েছে, আবহাওয়ার কারণে তা ইনডোরেই। বাইরে বৃষ্টি ছিল, রোদ পাওয়া যাচ্ছিল না, তাই বেশিরভাগ প্র্যাকটিস ইনডোরেই করেছি।’

 

 

আয়শা/১২ নভেম্বর ২০২৫,/রাত ১০:১১

▎সর্বশেষ

ad