
বিনোদন ডেস্ক : বুধবার (১২ নভেম্বর) বিকেলে প্রভা তার পেজে ৭টি নতুন ছবি আপলোড করেন। ছবিগুলোতে দেখা যায়, আকাশি রংয়ের গাউনে বিলাসবহুল নৌকায় ঝুড়ি ভর্তি রঙিন ফুল আর ফল নিয়ে সমুদ্রের দৃশ্য উদ্যাপন করছেন তিনি।
ক্যাপশনে তিনি নিন্দুকের উদ্দেশে লেখেন,আমি দেখছি আমার সমালোচকরা অতিরিক্ত কাজ করছে। আমার সাক্ষাৎকার, আমার ভ্রমণ, আমার হাসি- সবকিছুই তারা অনুসরণ করছে।
প্রভা আরও লেখেন,
চিন্তা করো না, প্রভার এই শো-তে তোমাদের বিনামূল্যে সাবস্ক্রিপশন এখনও চালু আছে! নাটক উপভোগ করো। প্রভা নির্দিষ্ট করে অবশ্য জানাননি তিনি কোথায় অবস্থান করছেন। তবে ছবির আবহ এবং নৌকার ধরণ (লং-টেইল বোট) দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি থাইল্যান্ডের বিখ্যাত ক্রাবি বা এর কাছাকাছি কোনো দ্বীপে অবসর যাপন করছেন।
বর্তমানে নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী প্রভা। সম্প্রতি তিনি সরকারি অনুদানের দুটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন।
আয়শা/১২ নভেম্বর ২০২৫,/রাত ১১:১২






