ব্রেকিং নিউজ
‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম

জাতীয় দলে ফেরার ব্যাপারে নেইমারকে সতর্ক বার্তা আনচেলত্তির

Ayesha Siddika | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ - ০৭:০৬:১৭ পিএম

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় আগামী বিশ্বকাপ মাঠে গড়ানোর বাকি এক বছরেরও কম সময়। কিন্তু নেইমার এখন পর্যন্ত জাতীয় দলে ফিরতে পারেননি। সময় যত যাচ্ছে তার ফেরার সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে। তবে, ব্রাজিলিয়ানরাপ্রিয় তারকাকে বিশ্বকাপে দেখার আশা ছাড়ছেন না। সেলেসাওদের কোচ আনচেলত্তি জানিয়েছেন, প্রত্যেকেই ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা তারকার সেরা অবস্থায় ফেরার অপেক্ষায়।

ব্রাজিলের ক্রীড়া মাসিক প্লাকারে দেয়া সাক্ষাৎকারে আনচেলত্তিকে জিজ্ঞেস করা হয়েছিল, বারবার নেইমারের ফেরার প্রশ্নে তিনি বিরক্ত কি–না? জবাবে এই ইতালিয়ান বলেন, ‘না, কোনো সমস্যা নেই। এটাই স্বাভাবিক (মানুষ জিজ্ঞাসা করবে) কারণ নেইমার ব্রাজিলের ফুটবলের কিংবদন্তি।’আনচেলত্তি যোগ করেন, ‘সবাই চায় নেইমার তার সেরা শারীরিক অবস্থায় ফিরুক।

ব্রাজিলের ফেডারেশন (সিবিএফ), কোচ, জাতীয় দলের টেকনিক্যাল স্টাফরা, খেলোয়াড়রা আশাবাদী নেইমার তার সেরা অবস্থানে ফিরতে পারবে।’তবে, রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ সতর্ক করে দিয়েছেন, জাতীয় দলের জন্য নির্বাচিত হতে হলে নেইমারকে শারীরিকভাবে ফিট হতে হবে।

এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি নেইমার। ছবি: সান্তোস

তার ভাষায়, ‘সত্যিটা হচ্ছে আজকের দিনে ফুটবল অনেককিছুই চায়। শুধু প্রতিভা দিয়ে হয় না, শারীরিক অবস্থা, একাগ্রতা…আশা করি নেইমার সেরা অবস্থানে পৌঁছাবে।’সান্তোসে ফেরার পরও ইনজুরি নেইমারের পিছু ছাড়েনি। পেশীর চোটে ৪৮ দিন ভুগে মাত্রই মাঠে ফিরেছেন ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক এই তারকা।

গত রোববার (০৯ নভেম্বর) ফ্লামেঙ্গোর বিপক্ষে প্রথম একাদশে থাকা নেইমার ম্লান থাকায় ৮৫ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ। কোচের এই সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোয় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। 

 

 

আয়শা/১২ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৩৩

▎সর্বশেষ

ad