ব্রেকিং নিউজ
‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম

আইসিসির অক্টোবরের সেরা দুই দক্ষিণ আফ্রিকান

Ayesha Siddika | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ - ০৬:০৫:০৭ পিএম

স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্লেয়ার অব দ্য মান্থের বিজয়ী দুজনই দক্ষিণ আফ্রিকার। ছেলেদের ক্যাটাগরিতে স্পিনার সেনুরান মুথুস্যামি এবং ব্যাটার লরা উলভার্ট হয়েছেন মাসের সেরা নারী খেলোয়াড়।

দক্ষিণ আফ্রিকার সেনুরান গত মাসে পাকিস্তানের বিপক্ষে ১১ উইকেট নিয়ে স্বাগতিকদের ধসিয়ে দেন। যদিও প্রথম টেস্ট জিততে পারেনি তারা। দ্বিতীয় টেস্টে বল হাতে ভূমিকা রাখতে না পারলেও ব্যাটিংয়ে অপরাজিত ৮৯ রান করে সিরিজে সমতা ফেরান তিনি। দুই টেস্টে ৫৩ গড়ে ১০৬ রান ও ১৮.৩৬ গড়ে ১১ উইকেট নেন সেনুরান।

সেনুরান বলেছেন, ‘আইসিসির মাসসেরা খেলোয়াড় হতে পারা অনেক দারুণ ব্যাপার, বিশেষ করে যখন টেস্ট ক্রিকেটের পারফরম্যান্স দিয়ে এই সাফল্য মেলে, যে ফরম্যাটে সব খেলোয়াড়ই ভালো কিছু করতে চায়। পাকিস্তানে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের অংশ হতে পারা চমৎকার এবং ব্যাট-বল হাতে অবদান রাখতে পেরে খুশি। আমার সতীর্থদেরকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই এবং আগামী দিনেও আমার দলের জন্য অবদান রাখতে মরিয়া হয়ে আছি।’এদিকে উলভার্টকে লড়তে হয়েছে বিশ্বকাপ জয়ী ভারতের স্মৃতি মান্ধানা ও সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনারের সঙ্গে। 

বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন উলভার্ট। অক্টোবরে আট ওয়ানডে খেলে ৬৭.১৪ গড় ও ৯৭.৯১ স্ট্রাইক রেটে ৪৭০ রান করেছেন তিনি। ডানহাতি ব্যাটার উলভার্ট বলেন, ‘ভারতে দলের বিশ্বকাপ পারফরম্যান্সের পর এই পুরস্কার জেতা সম্মানের। মেয়েদের ক্রিকেটের জন্য ঐতিহাসিক ইভেন্ট ছিল এটা। অসাধারণ সব ম্যাচ হয়েছে, এই কারণে এই স্বীকৃতি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।’

 

 

আয়শা/১২ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad