ব্রেকিং নিউজ
‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাড়ছে দল, ফিরতে পারে ওয়ানডে সুপার লিগ

Mohon | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ - ০৫:৫৪:৫৭ পিএম

স্পোর্টস ডেস্ক: একাধিক সদস্য দেশের আপত্তি ও নানাদিক বিবেচনায় আপাতত টেস্ট ক্রিকেটের আকর্ষণ বাড়াতে দুই স্তরে বিভক্ত করার আলোচনা আলোর মুখ দেখছে না। বরং আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দল সংখ্যা বাড়ছে। পরের চক্রে টেস্ট খেলুড়ে ১২ দলকেই সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া ওয়ানডে সুপার লিগও পুনরায় চালুর বিষয়ে ভাবছে আইসিসি।

ক্রিকেটের তিন সংস্করণে পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রজার টুজ। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এটি উপস্থাপন করা হয়। ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র (২০২৭-২৯) ১২ দল নিয়ে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অংশ না নেওয়া আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকেও অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।

ওয়ানডেকে আরও জনপ্রিয় করে তুলতে ফিরতে যাচ্ছে ওয়ানডে সুপার লিগও। ২০২৭ সাল থেকে কত দল নিয়ে ওয়ানডে সুপার লিগ হবে, সেটা এখনো জানা যায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০ দলের টুর্নামেন্ট হিসেবেই থাকছে, তবে ভবিষ্যতে এর সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে, সহযোগী দেশরা একটি নতুন গ্লোবাল কোয়ালিফায়ার সিস্টেম প্রস্তাব করেছে, যা অলিম্পিক বাছাইপর্বের মতো হবে।

 

কুইক টি ভি/ মোহন / ১২ নভেম্বর ২০২৫ / বিকাল ৫:৪৫

▎সর্বশেষ

ad