বিনোদন ডেক্স : পরিবারের সুখ-দুঃখ, আবেগ-অনূভুতি টানাপড়েন নিয়ে নির্মিত নতুন সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’ প্রচারে এসেছে। চ্যানেল আই টিভি ও সিনেমাওয়ালা’র ইউটিউবে মাত্র দুই পর্ব প্রচারের সামাজিক মাধ্যমে আলোচনা তৈরি করেছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন এই সিরিয়াল।দর্শক নতুন পর্ব দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন, এমন মন্তব্য জানাচ্ছেন ইউটিউবের কমেন্ট বক্সে। কেউ কেউ লিখছেন, প্রতিদিন একটি করে পর্ব দেওয়া হোক, আবার কেউ লিখছেন, অসাধারণ ফ্যামিলি গল্পের নাটক।

শাকিল নামে একজন লিখেছেন, সিরিয়ালটা এখনকার সময়ে ফ্যামিলির সবাই একসাথে দেখা যায়, কোনো অশ্লীলতা নেই।রহিম মোল্লা লিখেছেন, বাবা কিংবা ফুফুকে দেখলে পরিবারের সন্তানরা সালাম দিচ্ছে, এটা বাংলাদেশের নাটকের অন্যতম সুন্দর দিক। আরিফুল ইসলাম লিখেছেন, এই সিরিয়ালের গুরুত্বপূর্ব ভালো দিক হচ্ছে পরিবারের সবার বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরা। এককথায় দারুণ।
এমন শত শত প্রশংসনীয় মন্তব্য চোখে পড়ছে। তবে কেউ কেউ ‘এটা আমাদেরই গল্প’ দেখে পাকিস্তানি সিরিয়ালের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বলে জানাচ্ছেন। যদি সংশ্লিষ্টরা আগেই ঘোষণা দিয়েছেন, সিরিয়ালটি পাকিস্তানি একটি জনপ্রিয় সিরিয়াল থেকে অনুপ্রাণিত কিন্তু কপি নয়।পরিবারের গল্প নিয়ে নাটক নির্মাণে ব্যাপক সুনাম নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের।
তার নির্মিত সর্বশেষ দর্শক নন্দিত সিরিয়াল ‘ফ্যামিলি ক্রাইসিস’। এবার তিনি পরিবার নিয়ে অন্য গল্পে বানালেন ‘এটা আমাদেরই গল্প’। তবে নির্মাতা জানালেন, এ দেশে ‘প্রোপ্রার ওয়েতে’ সিরিয়াল নির্মাণের মূল প্রতিবন্ধকতা হচ্ছে বাজেট সংকট। তার ভাষ্য, চ্যানেলগুলো যে বাজেট দেয় সেটা প্রয়োজনের তুলনায় সীমিত।“স্পন্সর কম্পানিগুলোকে জানালে তারা কী টাইপের সিরিয়াল হবে সেটার ডিটেলস জানতে চায়।
বেশ কিছু সিরিয়াল দেখে আমাদের মতো করে বানানোর উদ্যোগ নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই কনসেপ্টে আড়াই বছর আগে ‘পিতা মাতার সন্তান’ নামে একটি সিঙ্গেল নাটক আগেই বানিয়েছিলাম। ‘এটা আমাদেরই গল্প’ বেসিক ঠিক রেখে বানিয়েছি, সবেমাত্র শুরু হলো কিন্তু দর্শক শেষ পর্যন্ত দেখলে অন্য এক গল্প পাবে।”নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।
সিরিজটির জন্য নতুন তিনটি গান তৈরি হয়েছে। এর মধ্যে টাইটেল গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা দোলা রহমান। গানটি লিখেছেন মাহমুদ মানজুর।‘সে মানালে’ শিরোনামের গান নিজের সুর ও সংগীতায়োজনে গেয়েছেন শাহরিয়ার মার্সেল। এর কথা লিখেছেন তারিক তুহিন। এছাড়া ‘জানি না’ শিরোনামের গান সুর করেছেন ও গেয়েছেন প্রত্যয় খান। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা সুস্মিতা। গানটি লিখেছেন সিয়াম সরকার।সিরিয়ালটি প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আই এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে।
কুইক টি ভি / মোহন / ১২ নভেম্বর ২০২৫ / দুপুর ১২:৪৪






