তৃতীয় ম্যাচে অবশ্য অর্শদীপকে খেলানো হয়। তিনি ৩৫ রানের বিনিময়ে তিন উইকেট পান। হয়েছেন ম্যাচের সেরাও। তিনটির মধ্যে অর্শদীপের দুটি উইকেট ছিল পাওয়ার প্লে–তে। আর একটি উইকেট ছিল ডেথ ওভারে। এখন প্রশ্ন, বৃহস্পতিবার চতুর্থ ম্যাচে অর্শদীপ প্রথম একাদশে থাকবেন কিনা? বোলিং কোচ মরনি মরকেল অবশ্য এত বিতর্কের রাস্তায় হাঁটতে চাননি।
তিনি নিজের মতো করে যুক্তি সাজিয়ে বলেছেন, ‘অর্শদীপ অভিজ্ঞ বোলার। আমরা নানা কম্বিনেশন দেখে নিতে চাইছি। এটা অর্শদীপও জানে। দলের হয়ে পাওয়ার প্লে–তে সবচেয়ে বেশি উইকেট রয়েছে অর্শদীপের। অর্শদীপ কতটা মূল্যবান আমরা জানি। কিন্তু এই সফরে আমরা কম্বিনেশন গুলি ঝালিয়ে নিতে চাইছি।’







