
বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘মোহরা’তে অভিনয় করছেন এ দুই তারকা। সম্প্রতি একটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন তারা। আর সেখানেই আলাপচারিতার এক পর্যায়ে প্রসঙ্গ ওঠে ভক্তদের করা নানা মন্তব্য।
এ প্রসঙ্গে তুবা বলেন,তারকাদের প্রচুর ফলোয়ার থাকে। সোশ্যাল মিডিয়ায় নানা কারণেই অনেকে তাদের দিকে নজর রাখেন। এমন অবস্থায় অনেক সময় দেখা যায, অনেকগুলো ভালো মন্তব্যের ভিড়ে কেউ কেউ খারাপ মন্তব্য করেন। যা সহ্য করার মতো না।
তুবা আরও বলেন,
তারকারাও মানুষ। যেকোনো নেতিবাচক মন্তব্য অবশ্যই আমাদের আঘাত করে। আমরা যখন প্রতিক্রিয়া জানাই, তখন মানুষ আমাদের রুক্ষ ও অহংকারী বলা শুরু করেন। এটা কী ঠিক? তারকা হলেই কি তাদের নিয়ে অবমাননাকর কথা বলার অধিকার পাওয়া যায়?

তুবার সঙ্গে সহমত জানিয়ে আগা আলি বলেন,যারা অন্যদের ট্রল করেন, তাদের মনে রাখা উচিত—একদিন অবশ্যই আল্লাহর কাছে তার জবাব দিতে হবে। তাই ভাষায় সতর্ক থাকা জরুরি।
সবশেষে এ দুই তারকাই বলেন, আসলে টুল করা ভক্তদের মনমানসিকতার পরিবর্তন হওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করার আগে অবশ্যই মানবিক দৃষ্টিভঙ্গি বিবেচনায় আনা জরুরি। একজন অন্যজনকে গভীরভাবে অনুভব করার পরই নিজের মতামত জানালে এমন পরিস্থিতি তৈরি হবে না বলে মনে করি।
আয়শা/৯ আগস্ট ২০২৫/রাত ৯:৫৫