ব্রেকিং নিউজ
জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার প্রত্যাশা আলী রীয়াজের কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন

আফগান অভিবাসীদের‌ ‘জোরপূর্বক’ ফেরত পাঠানো হচ্ছে, তীব্র সমালোচনা কাবুলের

Ayesha Siddika | আপডেট: ২০ জুলাই ২০২৫ - ০৪:৩০:৩৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরান থেকে আফগান অভিবাসীদের জোরপূর্বক ফেরত পাঠানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তান। আফগান সরকারের অর্থ মন্ত্রণালয়ের কারিগরি উপমন্ত্রী আবদুল লতিফ নাজারি বলেছেন, ইরান ইসলামিক আমিরাতের (তালেবান সরকারের) সঙ্গে করা প্রতিশ্রুতি মানছে না।

শনিবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টোলো নিউজ। তিনি বলেন, ‘দুই মাসেরও কম সময় আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ইরান সফরকালে আমি নিজেও প্রতিনিধি দলে ছিলাম। সে সময় ইরানের সঙ্গে বিভিন্ন আলোচনায় বসেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে, কোনো প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। বরং যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার উল্টো চিত্র আমরা দেখেছি। ইরান থেকে এভাবে এলোমেলোভাবে আফগান অভিবাসীদের ফেরত পাঠানোর কোনো সমঝোতা হয়নি।’

এদিকে, ইরান ও পাকিস্তানে অবস্থানরত আফগান অভিবাসীরা বাড়তে থাকা চাপ ও গণ-নির্বাসনের হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইরানে থাকা আফগান অভিবাসী এনায়েত আলকোজাই বলেন, ‘ইরানে আফগান অভিবাসীদের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে, অভিবাসীরা হতাশ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের অবস্থার উন্নতির জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’

পাকিস্তানে থাকা আরেক আফগান অভিবাসী মালাক আওয়াল শিনওয়ারি জানান, ‘আফগান অভিবাসীরা চরম দুর্ভোগে আছেন। তারা কোনো কাজ বা ব্যবসা করতে পারছেন না, প্রদেশের মধ্যে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না। বিশেষ করে পাঞ্জাবে আফগান অভিবাসীদের আটক করা হচ্ছে।’এর আগে আফগান শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয় জানিয়েছিল, শুধু সোরাতান (আফগান বর্ষপঞ্জি) মাসেই ইরান থেকে ৮ লাখ ২০ হাজারের বেশি আফগান অভিবাসীকে জোর করে ফেরত পাঠানো হয়েছে, যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বাধিক।

 

কিউটিভি/আয়শা//২০ জুলাই ২০২৫,/বিকাল ৪:২১

▎সর্বশেষ

ad