ব্রেকিং নিউজ
জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার প্রত্যাশা আলী রীয়াজের কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ

Ayesha Siddika | আপডেট: ২০ জুলাই ২০২৫ - ০৪:২০:৩৮ পিএম

স্পোর্টস ডেস্ক : শেষ ম্যাচের সেই একাদশ নিয়েই এবার পাকিস্তানের মোকাবিলা করতে পারে টাইগাররা। অন্যদিকে চমক নিয়ে মাঠে নামবে সফরকারীরা। মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে রোববার (২০ জুলাই) তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত খেলা ২২ টি-টোয়েন্টির ১৯টিই হেরেছে বাংলাদেশ।

তবে স্বস্তির বিষয়, যে তিন ম্যাচ জিতেছিল, তার দুটিই মিরপুরে। ফলে লাহোরে সবশেষ তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করলেও ঘরের মাটিতে টাইগারদের সমীহ করতেই হচ্ছে পাকিস্তানকে। প্রথম টি-টোয়েন্টিতে সফরকারীদের রুখে দিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা শেষ ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। যেখানে ওপেনিংয়ে থাকবেন ইনফর্ম তানজিদ হাসান তামিম। সবশেষ ম্যাচে যিনি খেলেছিলেন ৪৭ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস।

আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও চিন্তার কারণ হতে পারে পাকিস্তানের জন্য। দলটির বিপক্ষে সবশেষ দেখায় ফিফটির ইনিংস আছে তার। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ দুই ম্যাচে ডাক মারায় এ ম্যাচে কামব্যাক করতে মরিয়া হয়ে থাকবেন তিনি। বাজে সময় কাটিয়ে উঠছেন অধিনায়ক লিটন দাস। তিনি খেলবেন তিনে। এছাড়া চারে তাওহীদ হৃদয়, পাঁচে শামীম হোসেন পাটোয়ারি ও ছয়ে জাকের আলী অনিক থাকবেন পাওয়ার হিটিংয়ের দায়িত্বে।
 
বোলিং বিভাগে শেখ মেহেদী হাসানের উপর আস্থাটা একটু বেশি। শেষ ম্যাচে একাই শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছিলেন তিনি। পিএসএল খেলে পাকিস্তানি ব্যাটারদের সম্পর্কে ভালো ধারণা নিয়েছেন রিশাদ হোসেন। পেস বোলিংয়ের দায়িত্বে থাকতে পারেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।  
 
অন্যদিকে পাকিস্তানের একাদশে সুযোগ পেতে পারেন হুসাইন তালাত। শাদাব খান না থাকায় তার জায়গায় সুযোগ মিলতে পারে এ অলরাউন্ডারের। অন্যদিকে হাসান আলীর জায়গা পূরণে প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হতে পারে পেসার সালমান মীর্জার। বাকি নিয়মিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে পাকিস্তান।
 
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
 
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নেওয়াজ, সালমান আলী আঘা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মীর্জা ও আব্রার আহমেদ।

 

 

আয়শা//২০ জুলাই ২০২৫,/বিকাল ৪:১৫

▎সর্বশেষ

ad