ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে : নাহিদ ইসলাম

Anima Rakhi | আপডেট: ২০ জুলাই ২০২৫ - ১১:০০:৫১ এএম

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কক্সবাজারের চকরিয়ায় আমাদের উপর হামলার চেষ্টা করা হয়েছে এবং বাঁধা দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে।

আজ শনিবার রাত পৌনে ৯টার দিকে বান্দরবান প্রেসক্লাবের সামনে বান্দরবান জেলা এনসিপি আয়োজিত পথসভায় তিনি একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা একটি সম্প্রীতি এবং সংহতির বাংলাদেশ গড়ে তুলতে চেষ্টা করছি। যেখানে মতপ্রকাশের অধিকার থাকবে। কোন বক্তব্য কারও বিরুদ্ধে গেলেও শালীনভাবে তার বিরোধিতা করবে। কিন্তু আমরা দেখেছি অগণতান্ত্রিকভাবে একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে বাঁধা সৃষ্টি করা হচ্ছে। সামনে যদি কেউ ভয়ের সংস্কৃতি তৈরি করতে চায় জনগণ আবারো রাজপথে নামবে।

তিনি বলেন, যারা গণহত্যা করেছে, লুটপাট করেছে, অধিকারহীন করে রেখেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে ।

তিনি আরও বলেন, আমরা দেশে নায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই। এই বার্তা আমরা বান্দরবানের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে চাই। জুলাই গণ-অভ্যুত্থান শুধু একটা সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য মানুষের গণ-বিস্ফোরণ। মানুষের গণ-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।

বান্দরবান জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক লুক চাকমার সঞ্চালনায় পথ সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক(দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ,সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

কিউটিভি/অনিমা/২০ জুলাই ২০২৫,/সকাল ১১:০০

▎সর্বশেষ

ad