
স্পোর্টস ডেস্ক : গেল কয়েক মৌসুমে মোহামেডানের আক্রমণভাগের প্রাণভোমরা হয়ে উঠেছিলেন সুলেমান দিয়াবাতে। একটা সময় তার হাতে নেতৃত্বের ভারও দিয়েছিল ক্লাবটি। সবশেষ মৌসুমে মোহামেডানের লিগ শিরোপা জয়েরও অন্যতম নায়ক তিনি। তবে নতুন মৌসুমে সাদাকালোদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর জার্সি গায়ে চড়াবেন তিনি।
তবে আবাহনী এখনো দিয়াবাতের বিষয়টি নিয়ে সরাসরি কিছু জানায়নি। শুধু আলোচনা হচ্ছে বলে এড়িয়ে যাচ্ছে তারা। তবে সূত্রমতে জানা গেছে, কয়েক দিনের মধ্যে দিয়াবাতে আবাহনীর অনুশীলনে যোগ দেবেন। দিয়াবাতে ২০১৮ সালে মোহামেডানে যোগ দিয়ে খেলেছেন শতাধিক ম্যাচ। গোলও কম নয়। করেছেন প্রায় ১০০ গোল। ২০২০–২১ মৌসুমে ২১ গোল করে লিগের সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন। আর সদ্য শেষ হওয়া মৌসুমেও করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৯ গোল।
আয়শা//১৯ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৩৪