
মোঃ আশিকুর ইসলাম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই স্লোগান সামনে রেখে দিনাজপুর জেলায় ৮ লাখ গাছের চারা রোপণের অংশ হিসেবে বোচাগঞ্জ উপজেলায় ৪২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলার আটগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামের রাস্তার দুই পাশে এ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়। দিনাজপুর জেলা প্রশাসনের পরিকল্পনা ও দিকনির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন – ৪ নম্বর আটগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুরিন তানভির চৌধুরী বিতু, ইউনিয়ন পরিষদের সচিব গোলাম মোঃ আদিল। এছাড়াও স্থানীয় বিএনপির নেতাবৃন্দ ও ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
এসময় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ হাসান বলেন, “বৃক্ষ শুধু অক্সিজেনই দেয় না, জীববৈচিত্র্য রক্ষা ও দুর্যোগ মোকাবিলায়ও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই বাস্তবতা মাথায় রেখে জেলা প্রশাসনের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এ উপলক্ষে বোচাগঞ্জ উপজেলায় প্রতিটি ইউনিয়নে ৪২ হাজার বৃক্ষরোপন করা হয়েছে।
আয়শা//১৯ জুলাই ২০২৫,/বিকাল ৫:০৮