ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

বোচাগঞ্জে একযোগে ৪২ হাজার বৃক্ষরোপণ

Ayesha Siddika | আপডেট: ১৯ জুলাই ২০২৫ - ০৫:১৩:১০ পিএম

মোঃ আশিকুর ইসলাম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই স্লোগান সামনে রেখে দিনাজপুর জেলায় ৮ লাখ গাছের চারা রোপণের অংশ হিসেবে বোচাগঞ্জ উপজেলায় ৪২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলার আটগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামের রাস্তার দুই পাশে এ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়। দিনাজপুর জেলা প্রশাসনের পরিকল্পনা ও দিকনির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন – ৪ নম্বর আটগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুরিন তানভির চৌধুরী বিতু, ইউনিয়ন পরিষদের সচিব গোলাম মোঃ আদিল। এছাড়াও স্থানীয় বিএনপির নেতাবৃন্দ ও ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

এসময় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ হাসান বলেন, “বৃক্ষ শুধু অক্সিজেনই দেয় না, জীববৈচিত্র্য রক্ষা ও দুর্যোগ মোকাবিলায়ও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই বাস্তবতা মাথায় রেখে জেলা প্রশাসনের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এ উপলক্ষে বোচাগঞ্জ উপজেলায় প্রতিটি ইউনিয়নে ৪২ হাজার বৃক্ষরোপন করা হয়েছে।

 

 

আয়শা//১৯ জুলাই ২০২৫,/বিকাল ৫:০৮

▎সর্বশেষ

ad