ব্রেকিং নিউজ
জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার প্রত্যাশা আলী রীয়াজের কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন

মায়ের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে উড়ে বিয়ে করতে গেলেন সানজিদ

Ayesha Siddika | আপডেট: ১৯ জুলাই ২০২৫ - ০৪:১০:৩৪ পিএম

ডেস্ক নিউজ : শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজের পর কিশোরগঞ্জ শহরের বয়লা এলাকার মরহুম আলহাজ্ব মাহতাব উদ্দিন ও মোছা. রেহেনা আক্তারের একমাত্র ছেলে সানজিদের বিয়ে ঠিক হয় একই শহরের গাইটাল এলাকার মো. জালাল উদ্দিন ও মোছা. লতিফা বেগমের একমাত্র মেয়ে লামিয়া সুলতানা তোরার সঙ্গে।

স্থানীয় আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকট শব্দে হঠাৎ করে অবতরণ করে একটি হেলিকপ্টার। হেলিকপ্টার নামার খবর শুনে আশপাশের শত শত মানুষ সেখানে ছুটে আসেন। কিছুক্ষণের মধ্যেই গাড়িতে করে বর সানজিদ ও তার স্বজনরা মাঠে উপস্থিত হন। এরপর সবাই মিলে হেলিকপ্টারে চড়ে বসেন বরযাত্রায়।

মাত্র কয়েক মিনিটের যাত্রায় হেলিকপ্টারটি পৌছায় গাইটাল এলাকার সিটি কনভেনশন হলের ছাদে, যেখানে কনের বাসা অবস্থিত। ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে এলাকাবাসীর মধ্যে দেখা দেয় ব্যাপক উৎসাহ ও কৌতূহল। বর-কনে দু’পক্ষের পরিবার ছাড়াও স্থানীয়রাও এই ব্যতিক্রমী উদ্যোগে দারুণ খুশি। বর সানজিদ বলেন, ‘আমার বাবা জীবিত নেই, কিন্তু মা জীবনের শুরু থেকেই স্বপ্ন দেখতেন, আমি যেন হেলিকপ্টারে করে বিয়ে করি। আমি চেয়েছি সেই ইচ্ছাটা পূরণ করতে। তাই এই আয়োজন করেছি। এতে আমারও আনন্দ কয়েক গুণ বেড়ে গেছে।’

কনে লামিয়া সুলতানা তোরাও বলেন, ‘আমি খুবই খুশি। আমার বর হেলিকপ্টারে করে এসেছে— এটা আমার জীবনের এক অসাধারণ মুহূর্ত।’
হেলিকপ্টারটি ভাড়া করা হয় একটি বেসরকারি কোম্পানি থেকে। মাত্র তিন ঘণ্টার ব্যবধানে যাত্রাটি শেষ হলেও ভাড়া গুণতে হয়েছে প্রায় দেড় লাখ টাকা। হেলিকপ্টারে বরযাত্রা— এই ব্যতিক্রমী আয়োজন এখন কিশোরগঞ্জ শহরে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মায়ের স্বপ্নপূরণে সন্তানের এমন ভালোবাসা অনেকের চোখে জল এনে দিয়েছে।

 

 

আয়শা//১৯ জুলাই ২০২৫,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad