
বিনোদন ডেস্ক : টালিউড অভিনেতা যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মা দম্পতির মেয়ে সারা সেনগুপ্ত সদ্য স্কুলের গন্ডি পেরিয়েছেন। মডেলিং জগতে একটু একটু করে নিজের পা পাটিতে শক্ত করছেন। কিন্তু বাবা-মায়ের ভাঙা সংসার নিয়ে এমনিতেই চলছে চারদিকে সমালোচনা৷ এরই মধ্যে আলোচনায় এলেন সারা সেনগুপ্ত।
থাইল্যান্ডের পাতায়ায় ছুটি কাটানোর বেশ কিছু মুহূর্ত নিজের সামাজিক মাধ্যমের শেয়ার করে নিয়েছেন সারা৷ কখনো বিচের ধারে সময় কাটাচ্ছেন, আবার কখনো খাওয়া-দাওয়া করছেন৷—এমন কিছু ছবি নেটদুনিয়ায় ভাইরাল। এ নিয়ে নেটিজেনদের মাঝে জোর আলোচনা চলছে।
সেই ছবিতে দেখা যাচ্ছে, সারা সেনগুপ্তের পরনে সাদা স্কার্ট, সঙ্গে মানানসই বিকিনি। কোনো এক পুরুষ বন্ধুর হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন সারা। সেই ছবি দেখে অনেকেই আঁচ করেছেন, সারার জীবনে বুঝি বসন্ত এসেছে। যদিও তারা সম্পর্কে আছেন কিনা— না কি শুধুই বন্ধু, তা অবশ্য খোলসা করেননি সারা৷
উল্লেখ্য, অভিনেতা যিশুর সঙ্গে বিচ্ছেদ জল্পনার মাঝে দুই মেয়েকে নিয়ে আলাদা সংসার করছেন নীলাঞ্জনা শর্মা। অন্যদিকে নিজেকে কয়েক মাসে গুটিয়ে নিয়েছেন অভিনেতা। যদিও এখন স্বমহিমায় ফিরেছেন পর্দায়। একটি রিয়্যালিটি শোর মঞ্চে দেখা যাচ্ছে তাকে। বিভিন্ন সিনেমার প্রিমিয়ারে হাজিরও হচ্ছেন।
এবার নীলাঞ্জনার জীবনে একটা সুখের দিন। শেয়ার করে নিলেন সেই সুখবর। তবে দুই মেয়ে ছাড়া যে কোনো কিছু সম্ভব হতো না, সে কথাও জানালেন টালিপাড়ার এ প্রযোজক।
আয়শা//১৯ জুলাই ২০২৫,/বিকাল ৩:৫০