ব্রেকিং নিউজ
জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার প্রত্যাশা আলী রীয়াজের কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন

যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৩

Ayesha Siddika | আপডেট: ১৯ জুলাই ২০২৫ - ০২:১৩:২৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের বিসকাইলুজ ট্রেনিং সেন্টারে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠে আশপাশের এলাকা।

পুলিশ জানায়, এ ঘটনায় কয়েকজন উপ-শেরিফ কর্মকর্তা নিহত হয়েছেন। শহরের ইস্টার্ন অ্যাভিনিউর ওই প্রশিক্ষণ কেন্দ্রে শেরিফের স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরোর বোমা স্কোয়াড ও তাদের ঘাঁটি রয়েছে।
 
বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হলেও পুলিশ কর্মকর্তা রবার্ট লুনা জানান, এ ঘটনায় অতিরিক্ত কেউ আহত হয়নি। এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসাবে বর্ণনা করে বলেন, তদন্ত শেষে ঘটনার সঠিক কারণ জানা যাবে ।
 
পুলিশ কর্মকর্তা আরও বলেন, আমরা এখনও অনেক কিছু জানি না। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো শুরু থেকে সবটা যাচাই করা এবং এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ খুঁজে বের করা। এরমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আশা করছি দ্রুতই সব তথ্য জানা যাবে।
 
তবে প্রাথমিক পর্যায়ের তদন্ত থেকে জানা গেছে, একটি গাড়িতে রাখা বোমা থেকেই বিস্ফোরণ ঘটেছে। এতে স্থানীয় বোমা নিষ্ক্রিয়কারী দল ও এফবিআইসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। গোটা এলাকা ঘিরে ফেলে উদ্ধার কাজ এবং তল্লাশি শুরু করে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল।
 
তবে এই বিস্ফোরণের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি লস অ্যাঞ্জেলেস পুলিশ। এই ঘটনার পেছনে কোনো জঙ্গি সংগঠনের হাত রয়েছে কি না সে ব্যাপারে তদন্ত করার কথা দাবি করেছে পুলিশের এক সূত্র।

 

 

কিউটিভি/আয়শা//১৯ জুলাই ২০২৫,/দুপুর ২:০০

▎সর্বশেষ

ad