ব্রেকিং নিউজ
জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার প্রত্যাশা আলী রীয়াজের কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন

বিএনপি আন্দোলন করেছে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য.. ডঃ মঈন খান

RAZ CHT | আপডেট: ১৯ জুলাই ২০২৫ - ০২:০০:০৫ পিএম

রাজনীতি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি আন্দোলন করেছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, ক্ষমতার লোভে নয়। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভোটার যাকে ভোট দিবে আমরা তাকে স্যালুট জানাব। আমরা গণতন্ত্রের জন্য রাজনীতি করি, জনগণের জন্য রাজনীতি করি। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনা মোড়ে আয়োজিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সব শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ড. মঈন খান বলেন, বাংলাদেশের মানুষের রক্তে রয়ছে স্বাধীনতা, গণতন্ত্র এবং অন্যায়ের প্রতি বিদ্রোহ করা। আসুন আমরা পুনরায় গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যাতে উপহার দিতে পারে। সে জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বপ্রকার সহায়তা করি। বর্তমান সরকারকে এটা স্মরণ করিয়ে দিব যে তাদের মূল দায়িত্ব হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সময়ে অতি অত্যাবশ্যকীয় সংস্থার যেটি তা সম্পাদন করে যত দ্রুত সম্ভব বাংলাদেশের মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া। সেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সংসদ সৃষ্টি করা, যে জাতীয় সংসদ হবে দেশের আঠারো কোটি মানুষের প্রতিনিধি।

 

পলাশ থানা বিএনপির সভাপতি মো. আবদুল সাত্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, নরসিংদী বাস ট্রাক পরিবহণ মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন মিল্টন, জুলাই গণঅভ্যুত্থানে নরসিংদীর প্রথম শহীদ স্কুলছাত্র তাহমিদ ভুঁইয়ার পিতা রফিকুল ইসলাম, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহ আমান প্রমুখ।

পরে জুলাই আগস্টে নিহত ৩ জন ও আহত ৮ জনের মাঝে অনুদান তুলে দেওয়া হয়।

কিউটিবি/রাজ /১৯ জুলাই ২০২৫,/ দুপুর ২.০০
▎সর্বশেষ

ad