
ফুটবল:
ম্যানচেস্টার ইউনাইটেডে ব্যর্থতার কারণে দায়িত্ব হারানো এরিক টেন হাগের নতুন শুরুটাও বাজে হয়েছে। ব্রাজিলিয়ান ক্লাবের কিশোরদের কাছে হাগের দল হেরেছে ৫-১ গোলে।
ম্যানচেস্টার ইউনাইটেডে ব্যর্থতার কারণে গত বছর অক্টোবরে কোচের চাকরি হারান এরিক টেন হাগ। এরপর নতুন করে ফেরার অপেক্ষায় ছিলেন এই ডাচ কোচ। শেষ পর্যন্ত এ বছরের ২৬ মে বায়ার লেভারকুসেনের কোচের দায়িত্ব নেন টেন হাগ। যদিও সাবেক জার্মান চ্যাম্পিয়নদের হয়ে শুরুটা একেবারেই ভালো হলো না তাঁর।
লেভারকুসেন কোচ হিসেবে অভিষেকেই রীতিমতো বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন টেন হাগ। প্রাক্–মৌসুম প্রস্তুতিতে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর অনূর্ধ্ব-২০ দলের কাছে তাঁর দল লেভারকুসেন হেরেছে ৫-১ গোলে। টেন হাগের দল ম্যাচের প্রথমার্ধেই হজম করেছে ৪ গোল!
গতকাল রাতে রিও ডি জেনিরোয় ম্যাচের ২ মিনিটে ফ্ল্যামেঙ্গোর যুবাদের এগিয়ে দেন লরেন। এরপর ম্যাচের ১০ ও ৩৯ মিনিটে গোল করেন গনসালেভস। এরপর যোগ করা সময়ে আরও এক গোল করেন পেদ্রো লেয়াও। চার গোল খেয়ে বিধ্বস্ত লেভারকুসেন বিরতির পর ৫৪ মিনিটে হজম করে ম্যাচের পঞ্চম গোল। গোলটি আসে গুস্তাভোর কাছ থেকে। ম্যাচের ৫৫ মিনিট পেরোনোর আগে ৫ গোল খেয়ে বিধ্বস্ত লেভারকুসেনের বিপদ অবশ্য আর বাড়েনি। ৭০ মিনিটে কুলব্রেথের সৌজন্যে পাওয়া সান্ত্বনার গোলে ব্যবধান ৫-১ করে লেভারকুসেন।ব্রাজিলিয়ান ক্লাবের কিশোরদের কাছে এমন হারের পর নেটিজেনদের কাছে হাস্যরসের শিকার হচ্ছেন টেন হাগ। যদিও প্রাক্-মৌসুম প্রস্তুতির এই ফলকে পাত্তা দিচ্ছেন না টেন হাগ। ম্যাচের পর তিনি বলেছেন, ‘ফলটা খুব বাজে। কিন্তু প্রাক্–মৌসুমের এই ফলকে আমি গুরুত্ব দিচ্ছি না। আমাদের অবশ্য কখনোই হারা উচিত নয়, এত বড় ব্যবধানে তো অবশ্যই না।’
ম্যাচে হারের চেয়ে কোন বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ, তা জানিয়ে টেন হাগ বলেছেন, ‘আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো খেলোয়াড়কে না হারানো। ম্যাচটা আরও পরে খেললে বেশি ভালো হতো। লেভারকুসেনেও তরুণ খেলোয়াড়দের ওপর অনেক প্রত্যাশা থাকে। তবে আমাদের তাদের প্রতি খুব কঠোর হওয়া উচিত নয়।’
কিউটিবি/রাজ /১৯ জুলাই ২০২৫,/ দুপুর ১.১০