ব্রেকিং নিউজ
জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার প্রত্যাশা আলী রীয়াজের কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন

মেক্সিকো সীমান্তে নতুন দেয়ালের অনুমোদন, তোপের মুখে ট্রাম্প

Anima Rakhi | আপডেট: ১৯ জুলাই ২০২৫ - ১২:০৪:১৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নতুন দেয়ালের অনুমোদন দিয়ে মেক্সিকো সরকারের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লউদিয়া শেইনবাউম নিউ মেক্সিকো রাজ্যে মার্কিন সীমান্ত দেয়ালের একটি নতুন অংশ নির্মাণের তীব্র বিরোধিতা করেছেন। তিনি এটিকে মার্কিন সরকারের একতরফা পদক্ষেপ বলে অভিহিত করেছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে শেইনবাউম জোর দিয়ে বলেছেন, মেক্সিকো কোনওভাবেই এই প্রকল্পে জড়িত নয় এবং অর্থায়নও করছে না।

তিনি বলেন, “তারা (যুক্তরাষ্ট্র) নিজেরাই এটি নির্মাণ করছে। আমরা দেয়াল সমর্থন করি না। আমরা দেয়াল নয়, সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ সীমান্ত অর্জনে আগ্রহী।”

শেইনবাউম নতুন দেয়াল নির্মাণকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেছেন এবং এর নিন্দা জানিয়েছেন। তিনি উন্নয়ন-ভিত্তিক সহযোগিতা ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী মেক্সিকানদের সম্মানের প্রতি সরকারের অগ্রাধিকারের উপর জোর দিয়েছেন।

ট্রাম্প প্রশাসন সম্প্রতি নিউ মেক্সিকোর সান্তা তেরেসা ও উত্তর মেক্সিকোর সিউদাদ জুয়ারেজের মধ্যে আরেকটি সীমান্ত দেয়াল নির্মাণের কাজ শুরু করেছে। এই প্রকল্পে ৯.৬ কিলোমিটার দীর্ঘ ৯ মিটার উঁচু দেয়াল নির্মাণ করা হবে, যা ৫.৫ মিটার উঁচু একটি পুরোনো দেয়ালের পিছনে স্থাপন করা হচ্ছে। সূত্র: সিনহুয়া

কিউটিভি/অনিমা/১৯ জুলাই ২০২৫,/দুপুর ১২:০৪

▎সর্বশেষ

ad