ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

যুদ্ধবিরতির মধ্যেই ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইসরায়েলের

Anima Rakhi | আপডেট: ২৪ জুন ২০২৫ - ০৩:১৮:০০ পিএম

ডেস্ক নিউজ : যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণার মাত্র এক ঘণ্টা পর ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দাবি করেছে ইসরায়েল। ফলে শান্তির সংকেতের মধ্যেও ফের উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে।

মঙ্গলবার (২৪ জুন) ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরাইল জানিয়েছে, উত্তর ইসরাইলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়েছে, যা ইরান থেকে ছোড়া বলে দাবি করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ ঘটনার পরপরই সাইরেন বাজিয়ে জনগণকে বোমা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বলা হয়।

আইডিএফ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং তারা “হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।” যদিও ইরান এখনো এই হামলার দায় স্বীকার করেনি, এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিস্তারিত তথ্যও এখনো স্পষ্ট নয়।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগেই বলেছিলেন, ইরান কেবল তখনই আক্রমণ বন্ধ করবে, যদি ইসরায়েলও অস্ত্র নীরব রাখে। তাই যুদ্ধবিরতির ঘোষণার পর এমন হামলার দাবি দুই দেশের মধ্যে সদ্য-ঘোষিত শান্তি চুক্তির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছে।

এর আগে মঙ্গলবার ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয়। সেইসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, “ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন-এর মাধ্যমে সব কৌশলগত লক্ষ্য অর্জিত হয়েছে।”

নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ইসরায়েল তেহরানের আকাশে পূর্ণ বিমান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং ইরানের সামরিক ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর সফল হামলা চালিয়েছে। অভিযানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমন্বয়ও ছিল বলে দাবি করা হয়।

এই অবস্থায় মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির বাস্তবতা ও স্থায়ীত্ব নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

কিউটিভি/অনিমা/২৪ জুন ২০২৫, /বিকাল ৩:১৭

▎সর্বশেষ

ad