
এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের স্বরুপদাহ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা জমায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। অধ্যাপক আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন, উপজেলা সহকারী সেক্রেটারী ও সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন,স্বরুপদাহ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু বক্কর, ইউনিয়ন সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
কিউটিভি/আয়শা/২০ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:২৮