ব্রেকিং নিউজ
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ শহীদ সাইদের আত্মত্যাগ জাতি কখনই ভুলবে না-রিজভী কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

আইপিএলে চালু হলো ‘দুই বল’ এর নিয়ম

Ayesha Siddika | আপডেট: ২০ মার্চ ২০২৫ - ০৭:০২:৫৬ পিএম

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা যাতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে না পারেন, সে জন্য ১১তম ওভার শেষে একটি নতুন বল ব্যবহার করতে পারবে ফিল্ডিং দল, এটাকেই মূলত ‘দুই বলে’র নিয়ম বলা হচ্ছে। অর্থাৎ দ্বিতীয় ইনিংসে এখন বোলারদের হাতেও ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা থাকবে। মুম্বাইয়ের ক্রিকেট সেন্টারে অধিনায়কদের মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। খবর ক্রিকবাজের।

আসন্ন আইপিএল থেকে এই নিয়ম কার্যকর হবে, ২২ মার্চ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। ইডেন গার্ডেন্সে তাদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালও হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মাঠে। প্লেঅফের বাকি তিনটি ম্যাচ অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার হবে যথাক্রমে ২০, ২১ ও ২৩ মে। দ্বিতীয় কোয়ালিফায়ার ইডেনে হলেও বাকি দুটি ম্যাচ হায়দরাবাদে। ৬৫ দিনব্যাপি আসরে মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এই আসর থেকে বিসিসিআই বলে থুতু ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। করোনা মহামারির সময় এটা নিষিদ্ধ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির মতো এটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও (বিসিসিআই) নিষিদ্ধ করে। বলের একপাশে শাইন করানোর জন্য বোলাররা এরপর থেকে শুধু ঘামই ব্যবহার করে আসছেন। গত আইপিএলের নিয়ম অনুযায়ী, সতর্কতার পরও তৃতীয়বার বলে থুতু ব্যবহারের শাস্তি হিসেবে ক্রিকেটারদের বিসিসিআইকে ১০ লাখ রুপি অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা দিতে হতো।

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের দিন ভারতীয় পেসার মোহাম্মদ শামি আইসিসিকে নিয়মটি তুলে নেওয়ার আর্জি জানিয়েছিলেন। ভারনন ফিলান্দার ও টিম সাউদির মতো ক্রিকেটাররা তার মতকে সমর্থন দেন।

 

 

কিউটিভি/আয়শা/২০ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad