ব্রেকিং নিউজ
‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম

হালকা বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি

Ayesha Siddika | আপডেট: ২০ মার্চ ২০২৫ - ০৬:৪৯:৫৩ পিএম

ডেস্ক নিউজ : ঢাকার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে স্বস্তি এসেছে। আকাশ মেঘলা থাকায় বৃষ্টির পরও স্বস্তি অনুভূত হচ্ছে। এমন আবহাওয়ায় রোজা রাখা সহজ হয়েছে বলে মুসুল্লিরা জানান। এদিকে আগামী রোববার পর্যন্ত ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হতে পারে। এতে গরম কমবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা ছিল, দুপুরের দিকে ঝরে হালকা বৃষ্টি। এতে স্বস্তি প্রকাশ করেছেন রাজধানীর মানুষ। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, রোববার পর্যন্ত ঢাকাসহ সারা দেশেই বিক্ষিপ্তভাবে এমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে গরম কমে আসবে। এ সময় দেশের কোথাও তাপপ্রবাহ বয়ে যাওয়ার শংকা নেই বলে তিনি জানান।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়োহাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রাজশাহী ও সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে বুধবার মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। সেদিন দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয় সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে, ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

 

 

কিউটিভি/আয়শা/২০ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:৪৫

▎সর্বশেষ

ad