
তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শেষ হয়েছে মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শুরু হওয়া হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা। বুধবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা বিএনপি‘র আয়োজনে ৩দিন ব্যাপি এ প্রতিযোগিতা শেষ হয়।
বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায়, স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে, উপজেলার ৮৩টি মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয় থেকে আগত কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে দুইশত ছিষট্রি জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। তিনদিন ব্যাপি প্রতিযোগিতায় হামদ্ নাত, আযান এবং পবিত্র কুরআন তেলোয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় প্রথমবারের মতো বড় পরিসরে এমন আয়োজন দুটি উপজেলার শিশু-কিশোরদের মাঝে ইসলামী সংস্কৃতি চর্চার আগ্রহ বৃদ্ধি পাবে বলে ধারনা করছেন স্থানীয়রা। ভবিষ্যতেও এমন আয়োজন প্রান্তিক পর্যায় থেকে শুরু করার জন্য আয়োজকদের প্রতি আহবান জানানো হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃহত্তর ময়মনসিংহের আলেম সমাজের পথিকৃত সায়খুল হাদিস, আল্লামা জিয়া উদ্দিন (দা: বা:)। এছাড়া প্রতিযোগিতায় উপজেলা বিএনপি‘র আহবায়ক জহিরুল আলম ভুইয়া, যুগ্ন-আহবায়ক আলহাজ জামাল উদ্দীন মাস্টার, সদস্য সচিব আব্দুল আওয়াল, পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদ, সদস্য সচিব হারেজ গণি, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু, সদস্য সচিব আল ইমরান স¤্রাট গণি সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপি‘র যুগ্ন-আহবায়ক আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টার বলেন, পবিত্র রমজান মাসে এই আয়োজন কে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা খুব উৎসাহ নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এমন আয়োজনের জন্য ব্যারিস্টার কায়সার কামালের প্রতি সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করছে। আগামীতে আরো বড়পরিসরে এ প্রতিযোগিতা শুরু করার পরিকল্পনা রয়েছে।
কিউটিভি/আয়শা/১৯ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৫০