ব্রেকিং নিউজ
দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ শহীদ সাইদের আত্মত্যাগ জাতি কখনই ভুলবে না-রিজভী কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ছাত্র আন্দোলনে হামলাকারী লিটন আকন্দ’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী সাবেক উপজেলা চেয়ারম্যান খোকন ঢাকায় গ্রেফতার বিএনপির সাবেক এমপি কালামসহ ৩২ জনের নামে মামলা নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলার ৩ জন আসামী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার অতিরিক্ত আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন শহিদুর রহমান লুৎফর রহমান এর কলামঃ কোথাও বেজেছে পাখোয়াজ

জন্মদিনে কোহলিকে যে বার্তা দিলেন আনুশকা

Ayesha Siddika | আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ - ১১:০২:৩০ পিএম

স্পোর্টস ডেস্ক : ডান হাতে পুত্র অকায়। বাঁ হাতে কন্যা ভামিকা। পুত্র ও কন্যাকে কোলে নিয়ে রাস্তায় হাঁটছেন বিরাট কোহলি। মুখে চওড়া হাসি। মঙ্গলবার বিরাটের ৩৬তম জন্মদিনে এই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী আনুশকা শর্মা। দিয়েছেন ভালবাসার ইমোজি। তবে শুধু সেখানেই শেষ নয়। এই ছবির নেপথ্যে বাজছে একটি গান। আর সেই গানেই কঠিন সময়ে বিরাটের পাশে থাকার বার্তা দিয়েছেন আনুশকা।

ক্যারিয়ারের কঠিন সময়ে বিরাটকে অনুপ্ররণা দিতে সেই অস্ট্রেলিয়ারই একটি ব্যান্ডের গান ব্যবহার করেছেন আনুশকা। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি লোকসঙ্গীতের ব্যান্ড ‘হলো কোভ্স’। সেই ব্যান্ডেরই গান ‘ব্লেসিংস’। ব্যান্ডের দুই সদস্য রায়ান হেন্ডারসন ও ম্যাট ক্যারিনস এই গান লিখেছেন ও গেয়েছেন। গানের মূল বিষয় ভালবাসা ও আশীর্বাদ। আনুশকা বোঝাতে চেয়েছেন, ভালবাসার মানুষের পাশে রয়েছেন তিনি। এই কঠিন সময়ও কেটে যাবে।

গানের কয়েকটি লাইন থেকেই বিষয়টি পরিষ্কার। সেখানে বলা হচ্ছে, ‘চোখ খুলে দেখো। তোমার চারদিকে মানুষের আশীর্বাদ রয়েছে। যে সূর্যের আলো তোমার উপর পড়ছে তাকে অনুভব করো। নিজের মনকে মুক্ত করো। বাইরে বার হও। এই আলোতে নিজের মনকে আলোকিত করো। ওরা বলে, ভালবাসার মানুষের হাত ধরে থাকো। তাকে নিজের কাছে রাখো। ওরা বলে, এই সময়টাকে ধরে রাখো। আলোয় উদ্ভাসিত হোক চারদিক।’ বোঝাই যাচ্ছে, অনুষ্কা বিরাটের আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি করার চেষ্টা করেছেন। তাকে সামনের দিকে তাকাতে বলেছেন। এই সময়ে পাশে থাকার বার্তা দিয়েছেন।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজ চুনকাম হয়েছে ভারত। এই লজ্জার হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে তারা। খারাপ ফলের জন্য দলের সিনিয়র ক্রিকেটারদের দিকে আঙুল উঠছে। তবে অস্ট্রেলিয়ায় যদি ভারত সিরিজ জিততে পারে তা হলে এই সমালোচনা অনেকটাই কমে যাবে। আনুশকা সেটা জানেন। তিনি জানেন, বিরাট রানে ফিরলেই ছবিটা বদলে যাবে। তাই ভয় না পেয়ে বিরাটকে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়া সফরের আগে তিনি ব্যবহার করেছেন অজি ব্যান্ডের গানই।

 

 

কিউটিভি/আয়শা/০৫ নভেম্বর ২০২৪,/রাত ১১:০০

▎সর্বশেষ

ad