ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

কামরান গুলামের পরিবার টেনে কটাক্ষ!

Ayesha Siddika | আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ - ১০:৫৭:৫৬ পিএম

স্পোর্টস ডেস্ক : ক’দিন আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছে কামরান গুলামের। বাবর আজমের জায়গায় সুযোগ পেয়েই সেঞ্চুরি ছাড়ানো দারুণ এক ইনিংস খেলেন তিনি। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া সিরিজেও দলে জায়গা পেয়েছেন কামরান গুলাম। 

একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছে ২২ মাস আগেই। এতদিন পর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে খুব একটা ভালো করতে পারেননি তিনি। এদিন ৬ বলে ৫ রান করেই তাকে ফিরতে হয়েছিল সাজঘরে। 
 
পাকিস্তানের এই ক্রিকেটারের পরিবার টেনে রীতিমতো কটাক্ষ করার অভিযোগ উঠেছে ধারাভাষ্যে থাকা ওয়াসিম আকরাম, মাইকেল ভন ও অ্যাডাম গিলক্রিস্টদের বিরুদ্ধে। ধারাভাষ্যের সময় আচমকা নিজেদের দেশের ক্রিকেটারকে নিয়ে ওয়াসিম আকরাম বলেন, ‘কামরান বড় পরিবার থেকে উঠে এসেছে। ১২ ভাইয়ের মধ্যে ও (কামরান গুলাম) ১১তম। এছাড়া বোনও আছে।’ 
 
সেই কথা শুনে মাইকেল ভন বলেন, ‘১৬জন ভাই-বোন! তাদের মধ্যে বয়সের পার্থক্য কত, সেটা জানতে খুব ইচ্ছা করে।’ তাদের সঙ্গে যোগ দেন অ্যাডাম গিলক্রিস্টও। তিনি বলেন, ‘এটা তো পাকিস্তান নির্বাচন কমিটি।’ ক্রিকেটের কিংবদন্তি তারকারা কামরানকে নিয়ে যাই বলে থাকুন না কেন, তা ভালো চোখে নিচ্ছেন না ক্রিকেট ভক্তরা। ক্রিকেটের আলোচনার বাইরে পাকিস্তানের ক্রিকেটারের ব্যক্তিগত জীবন ও পরিবারকে টেনে আনা হলো কেন, সেই প্রশ্ন তুলেছেন অনেকে।
 
এই ম্যাচে আরও একবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে কামরানকে। প্যাট কামিন্সের বাউন্স সামলাতে না পেরে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তার পরই ধারাভাষ্যকার কেরি ও কিফে বলেন, ‘এটা মুলতানের পিচ নয় ভাই, এটা এমএসজি।’ এই মন্তব্যকেও ভালোভাবে নেননি পাকিস্তানি সমর্থকেরা। 
 
উল্লেখ্য, ১৯৯৫ সালে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার একটি পরিবারে জন্মগ্রহণ কারেন কামরান গুলাম। তার ভাইদের অনেকেই একসময় স্থানীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। অবশ্য উইকিপিডিয়ার তথ্যমতে, ৬ বোনের পাশাপশি ১১ ভাই তাদের পরিবারে।

 

 

কিউটিভি/আয়শা/০৫ নভেম্বর ২০২৪,/রাত ১০:৫৫

▎সর্বশেষ

ad