আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় রোববার (৩ নভেম্বর) দুপুরে শ্রীনগরের লালচক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে শনিবার (২ নভেম্বর) শ্রীনগরের খানিয়ার এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছিল ভারতীয় নিরাপত্তা বাহিনী। ওই অভিযানে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আহত হন, সেই সঙ্গে এক ‘সন্ত্রাসী’ নিহত হন। ওই অভিযানের একদিন পরেই শ্রীনগরে গ্রেনেড হামলা ঘটলো।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শ্রীনগরের প্রাণকেন্দ্র লালচক। রোববার ছুটির দিন হওয়ায় সেখানে ভিড় বেশি ছিল। দুপুরের দিকে আচমকা সেখানকার পর্যটক সহায়তা কেন্দ্রের কাছে গ্রেনেড বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন। এরইমধ্যে আহতদের উদ্ধার করে শ্রীনগরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে, ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে সূত্র জানিয়েছে, বাজারে ঠেলাগাড়ির ওপর একটি অস্থায়ী দোকানে গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণস্থলের কাছেই নিরাপত্তা বাহিনী সিআরপিএফের বাঙ্কার ছিল। সেটি লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ওই এলাকায় পৌঁছান। ওই এলাকাটি বর্তমানে তারা ঘিরে রেখেছেন।নিরাপত্তা বাহিনীর পাশাপাশি জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযানও শুরু করেছেন তারা।
কিউটিভি/আয়শা/০৩ নভেম্বর ২০২৪,/রাত ১০:৪৪