ব্রেকিং নিউজ
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ শহীদ সাইদের আত্মত্যাগ জাতি কখনই ভুলবে না-রিজভী কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

অলরাউন্ডার হিসেবে উত্থান অব্যাহত মিরাজের, পতন ব্যাটারদের

Ayesha Siddika | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ - ০৭:০১:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশের প্রাপ্তি হতাশা। তাইজুল ইসলাম বাদে বল হাতে কেউই কিছু করতে পারছেন না। বিশেষ করে মেহেদী হাসান মিরাজের নিষ্প্রভতা ভোগাচ্ছে বাংলাদেশকে। সাম্প্রতিক সময়ে ব্যাটে-বলে দারুণ করা এই অলরাউন্ডার এই টেস্টে এখনও জ্বলে উঠতে পারেননি। ৩৯ ওভার বল করে এখনও উইকেটশূন্য তিনি।

তবে চট্টগ্রাম টেস্ট চলাকালীন সুখবর পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। বুধবার (৩০ অক্টোবর) হালনাগাদকৃত অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন মিরাজ। উঠে এসেছেন ৩ নম্বরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট চলাকালীন সময়ে  ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি। ২৯৪ রেটিং পয়েন্ট মিরাজের।

মিরাজের উন্নতি হলের এক ধাপ নেমে গেছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে বিদায় নিতে চাওয়া সাকিব ৪ নম্বরে আছেন। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় স্থানে আছেন ভারতেরই আরেক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার।

মিরপুর টেস্টে বাজে পারফরম্যান্সের পর অধিকাংশ বাংলাদেশি ব্যাটারের পতন হয়েছে। মুশফিকুর রহিম এক ধাপ পিছিয়ে ২৬ নম্বরে নেমে গেছেন। পাঁচ ধাপ পিছিয়েছেন লিটন দাস। জ্বরের কারণে চট্টগ্রাম টেস্ট মিস করা এই উইকেটকিপার আছেন ৩৩ নম্বরে। মুমিনুলের অবনতি ৬ ধাপ। এই বাঁহাতি আছেন ৪৮ নম্বরে। সেরা ৫০-এ নেই আর কোনো বাংলাদেশি ব্যাটার।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাঁচ ধাপ ও সাকিব আল হাসান ১ ধাপ পিছিয়েছেন। সাকিব আছেন ৫২ নম্বরে, ঠিক পরের স্থানেই শান্ত। সাদমান ইসলামও ৩ ধাপ পিছিয়েছেন। আছেন ৮৫ নম্বরে।
সুখবর বলতে আছে মেহেদী হাসান মিরাজ ও মাহমুদুল হাসান জয়ের উন্নতি। দুজনই নয় ধাপ করে এগিয়েছেন। মিরাজ আছেন ৬৩ নম্বরে আর জয় ৭৫ নম্বরে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মিরপুর টেস্টে ৮ উইকেট শিকার করা তাইজুলের। ৩ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠেছেন তিনি। তবে ২ ধাপ পিছিয়ে ২১ নম্বরে নেমে গেছেন মিরাজ। বড় পতন হয়েছে নাঈম হাসানের। ১১ ধাপ পিছিয়ে ৫৫ নম্বরে নেমে গেছেন তিনি।

পেসারদের মধ্যে এক ধাপ এগিয়ে হাসান ৪৬ নম্বরে, তবে ১ ধাপ করে পিছিয়েছেন তাসকিন, নাহিদ ও খালেদ। যথাক্রমে আছেন ৬৭, ৮২ ও ৮৩তম স্থানে। 

 

 

কিউটিভি/আয়শা/৩০ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad