ব্রেকিং নিউজ
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ শহীদ সাইদের আত্মত্যাগ জাতি কখনই ভুলবে না-রিজভী কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

চুলবান্ধব চিরুনি

Anima Rakhi | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ - ০২:১২:৫৩ পিএম

লাইফস্টাইল ডেস্ক : সাজগোজের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ চিরুনি। নারীর চুলের সৌন্দর্য বিন্যাসে এর গুরুত্ব ব্যাখ্যার অপেক্ষা রাখে না। প্রতিদিনের ব্যবহৃত এ পণ্যটি হওয়া চাই চুলবান্ধব। অন্যথায় তা হতে পারে শখের চুলের ক্ষতির কারণ। বাজারে পাওয়া যাবে রকমফের চিরুনি। তবে কেনার আগে চুলের ধরন এবং ব্যবহার উপযোগী চিরুনি সম্যক জ্ঞান থাকা উচিত। কেননা, অনেকেই জানেন না চিরুনির ব্রাশের আকার ও দাঁতের ধরনের আছে ভিন্নতা। সঠিক চিরুনি বাছাইয়ে আপনার চুল যেমন পরিপাটি করা সম্ভব তেমনি চুলের আগা ফাটা থেকে রক্ষা করা সম্ভব।

বড় দাঁতের চিরুনি : ভেজা চুল কখনোই আঁচড়ানো উচিত নয়। তবুও সময় অসময় ভেজা চুল আচড়াতে হয়। এক্ষেত্রে বড় ও ফাঁকা দাঁতের চিরুনি সেরা। এতে চুল পড়ে যাওয়ার আশঙ্কা কম। এর মাধ্যমে চুলের জটও ছাড়ানো সহজ হয়।

ব্যাডল ব্রাশ : এটি মূলত আয়তাকার হেড ব্রাশ, যা আপনার মাথার ত্বকের রক্ত সঞ্চালনে সহায়তা করে। এ ব্রাশের মাধ্যমে মাঝারি থেকে লম্বা চুলের জন্য উত্তম।

র‌্যাটেইল চিরুনি : এ ব্রাশ লম্বা হাতলের। চিকন এ চিরুনি চুলে সিঁথি কাটতে সাহায্য করে। এ ছাড়া চুল ফোলানো থেকে শুরু করে পেঁচানো স্টাইল করা যায়। বিশেষত নানানরকম খোঁপা বানাতে এ চিরুনি সেরা।

সিনথেটিক ব্রিসল ব্রাশ : যাদের মাথায় অনেক চুল তাদের জন্য এ ব্রাশ খুবই ভালো। এ ব্রাশটি মূলত নাইলন দিয়ে তৈরি করা হয়।

কুইল ব্রাশ : এ চিরুনিটি ডিম্বাকৃতির বা গোলাকৃতির হয়ে থাকে। মাথার ত্বক ম্যাসাজ করে এবং চুলের ন্যাচারাল অয়েল মাথায় ছড়িয়ে দিতে সাহায্য করে।

ভেন্টেড ব্রাশ : ভেজা চুল শুকানোর সময় এ ব্রাশ ব্যবহার করা হয়। ভেজা চুল দুর্বল থাকে। তাই এই ব্রাশ চুল ছিঁড়ে যাওয়া বা ভেঙে যাওয়া রোধ করে।

গোলাকার ব্রাশ : চুলে ভলিউম আনতে চাইলে এবং চুলে কিছুটা কোঁকড়ানো ভাব তৈরি করতে চাইলে গোলাকার ব্রাশ পাওয়া যায়।

টিজিং ব্রাশ : মাথার ওপরের অংশে কিছুটা চুল ফুলিয়ে বাঁধার ফ্যাশন অনেকের কাছেই বেশ পছন্দের। আর এ চুল ফোলানোর জন্য চিরুনি দিয়ে চুল টিজ করা হলে চুল ছিঁড়ে বা ভেঙে যেতে পারে। তাই নরম ব্রিসলসের এ টিজিং ব্রাশগুলো চুলের বাড়তি ক্ষতি না করেই চুল স্টাইল করতে সাহায্য করবে।

পিন ব্রাশ : এটি ধাতব পিনযুক্ত ডিম্বাকৃতির চিরুনি। ধাতব পিনগুলো ঘন চুলের ভিতর পর্যন্ত প্রবেশ করতে পারে। এ চিরুনিটি ঘন ও কার্লি চুলের জন্য সবচেয়ে ভালো।                                   

পরামর্শক
শারমিন সেলিম তুলি
রূপ বিশেষজ্ঞ, বিয়ার বিজবিডি

কিউটিভি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/দুপুর ২:১২

▎সর্বশেষ

ad