স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : ২৭ অক্টোবর ভবদহ অভিমুখে লংমার্চ সফলের লক্ষ্যে রোববার রাতে যশোরের মনিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বিএনপির নেতৃবৃন্দ মতবিনিময় সভা করেন। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্ব অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস, খান শফিয়ার রহমান, যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, মাহাবুবুর রহমান, বিল্লাল হোসেন প্রমুখ। উল্লেখ্য স্থায়ী জলাবদ্ধতা নিরসনসহ ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ২৭ অক্টোবর মনিরামপুর থেকে ভবদহ অভিমুখে লংমার্চ ও গণসমাবেশের নেতৃত্ব দিবেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
কিউটিভি/আয়শা/২১ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:২০