দক্ষিণ আফ্রিকার সাথে যোগ দিতে আইসিজেতে চিলির আনুষ্ঠানিক আবেদন

Ayesha Siddika | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪ - ০৬:২৩:১৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল গাজায় সামরিক হামলায় চালিয়ে ফিলিস্তিনিদের গণহত্যা করছে, এমন অভিযোগ এনে গত বছরের ডিসেম্বরে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা।

মামলার এই কার্যক্রমে অংশগ্রহণের জন্য এরই মধ্যে আনুষ্ঠানিক অনুরোধ করেছে নিকারাগুয়া, কলম্বিয়া, মেক্সিকো, লিবিয়া, প্যালেস্টাইন ও স্পেন। দেশগুলো এখন আইসিজের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
 
ইসরাইলকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে এই দেশগুলোর সঙ্গে যোগ দিতে চায় চিলি। চলতি বছরের জুনে এ বিষয়ক এক ঘোষণায় দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেন, আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরাইলের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে চিলি তাতে সমর্থন দিয়ে কেপটাউনের সাথে যোগ দেবে।
 
গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এ বিষয়ে নিশ্চিত পদক্ষেপের আহ্বানও জানান তিনি। আন্তর্জাতিক বিচার আদালত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে যে, তারা চিলির সরকারের পক্ষ থেকে একটি আবেদন পেয়েছে।
 
এদিকে গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসন ও হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে। নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করেই চলেছে ইসরাইলি দখলদার বাহিনী। শনিবার (১৪ সেপ্টেম্বর) ৩৪৩তম দিনের মতো হামলা চালিয়েছে তারা।
 
গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য মতে, ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪১ হাজার ১৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ২৮০ জনে। এর মধ্যে ২২ হাজারের বেশি পঙ্গু হয়ে গেছে। 

 

 

কিউটিভি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২১

▎সর্বশেষ

ad