ডেস্কনিউজঃ রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। মঙ্গলবার ভোর পাঁচটার পর থেকে এ বৃষ্টি শুরু হয়। থেমে থেমে সকাল সাড়ে সাতটা পর্যন্ত বৃষ্টি হয়।
বৃষ্টিতে রাজধানীর মোহাম্মদপুর, আসাদগেট, আড়ং মোড়, মানিক মিয়া অ্যাভিনিউ, ধানমন্ডি ২৭, পুরান ঢাকা ও বিমানবন্দর এলাকার দক্ষিণখানের বিভিন্ন রাস্তায় পানি জমে যায়।
মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম অংশে পানি জমে যায়। এতে মূল সড়কের একাংশ পানিতে ডুবে যায়। ফলে গাড়িগুলোকে রাস্তার এক পাশ দিয়ে চলতে দেখা গেছে। এতে যানজট শুরু হয়।
মূল সড়ক ছাড়াও অলিতে গলিতে পানি জমে যায়। বিভিন্ন এলাকার রাস্তায় কোথাও জমেছে হাঁটুপানি, আবার কোথাও কোমরসমান পানি। এসব অলিতে গলিতে যানজট বেঁধে যায়। এতে অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।
তাদের চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে। অনেকে যানবাহন ও রিকশা না পেয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন। দক্ষিণখান এলাকা থেকে আমাদের আমাদের সংবাদদাতা জানান, বৃষ্টিতে রাস্তা ডুবে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। একইসঙ্গে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
পুরান ঢাকার লালবাগ থেকে আমাদের সংবাদদাতা জানান, বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন এলাকাবাসী। বিশেষ করে অফিসগামী ও শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েন।
বিপুল/০৩.০৯.২০২৪/দুপুর ১২.৫৪