পাবনায় ছাত্রদের উপর গুলিবর্ষণকারী নাসিরকে গ্রেফতার করেছে র‍্যাব

superadmin | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ - ০৭:১৫:০৫ পিএম

ডেস্কনিউজঃ গত ০৪ আগস্ট পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্রদের উপর গুলিবর্ষন করে ০২ জন শিক্ষার্থী হত্যাকান্ডের ঘটনায় জড়িত অস্ত্রধারী সন্ত্রাসী নাসির’কে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

গত ০৪ আগস্ট ২০২৪ তারিখে পাবনা সদরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচী চলাকালে মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাঈদ চেয়ারম্যানের নেতৃত্বে কিছু সন্ত্রাসী আন্দোলনরত নিরস্ত্র ছাত্র -জনতার উপর গুলিবর্ষন করে। উক্ত হামলা ও গুলিবর্ষণের ঘটনায় নিরস্ত্র ছাত্র মাহাবুব হাসান নিলয় (১৪) এবং ছাত্র জাহিদুল ইসলাম (১৯) নিহত হন। উক্ত হামলা ও গুলিবর্ষনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয় টি র‍্যাবের নজরে আসে। ইতিমধ্যে এই মলা ও গুলিবর্ষনের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। উক্ত ঘটনায় জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় উক্ত ঘটনায় সরাসরি অংশগ্রহণকারী (ভিডিও ফুটেজের ডান হতে অস্ত্র হাতে ২য় ব্যক্তি) পলাতক আসামী মোঃ নাছির (৪৫)কে র‍্যাব-৩, সিপিসি-২, মগবাজার ক্যাম্প, ঢাকা কর্তৃক ঢাকা মহানগরীর লালবাগ থানাধীন হাজারীবাগ এলাকা থেকে অদ্য ০২/০৯/২৪ খ্রিঃ তারিখে আনুমানিক ১৫৩০ ঘটিকায় গ্রেফতার করা হয়৷ উল্লেখ্য যে ধৃত মো: নাছির রুজুকৃত হত্যা মামলার একজন আসামি। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসা বাদে সে উক্ত হামলা ও গুলিবর্ষনের ঘটনায় অস্ত্র হাতে তার উপস্থিতির বিষয় টি স্বীকার করে।

গ্রেফতারকৃতের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন।

বিপুল/০২.০৯.২০২৪/ সন্ধ্যা ৭.১০

▎সর্বশেষ

ad