ব্রেকিং নিউজ

ফ্রান্সকে হারিয়ে প্যারিস অলিম্পিকের সেমিতে ব্রাজিল

Ayesha Siddika | আপডেট: ০৪ আগস্ট ২০২৪ - ০৬:৫৫:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক : অলিম্পিকে শেষ আটের ম্যাচে ফরাসিদের ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের ৮২তম মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন গাবি পোর্তিলহো। এবারের টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি ব্রাজিলের মেয়েদের। প্রথম ম্যাচে স্পেনের কাছে ২-০ গোলে হেরে আসর শুরু করেছিল তারা। সে ম্যাচ লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল ছয়বারের বর্ষসেরা নারী ফুটবলার মার্তার। তিনি যখন মাঠে ছিলেন তখনো গোলশূন্য ছিল দুদল। তার অনুপস্থিতিতে পরের ম্যাচে জাপানের কাছেও ২-১ গোলে হেরে যায় দল। তাতে শঙ্কা জাগে আসর থেকে ছিটকে যাওয়ার। তবে শেষ ম্যাচে নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে গ্রুপে তৃতীয় হয়ে কোনোভাবে শেষ আটের টিকিট পায় ব্রাজিল।

এরপর কোয়ার্টার ফাইনালে স্বাগতিকদের সঙ্গে লড়াই করে ৮২ মিনিটে এগিয়ে যায় তারা। দারুণ এক ফিনিশিংয়ে দলকে জয়সূচক গোলটি এনে দেন মিডফিল্ডার গাবি। ১-০ গোলের জয়ে সেমিফাইনালে পা রাখে ব্রাজিল। ফাইনাল নিশ্চিত করার মিশনে মঙ্গলবার (৭ আগষ্ট) শেষ চারে তাদের প্রতিপক্ষ স্পেন। স্বর্ণপদকের লড়াইয়ে টিকে থাকার পাশাপাশি ম্যাচটা মার্তাদের জন্য প্রতিশোধেরও।
 
ব্যক্তিগতভাবে দারুণ সব অর্জনের মালিক হলেও এখনো অলিম্পিক কিংবা বিশ্বকাপ শিরোপা জেতা হয়নি মার্তার। ২০০৪ ও ২০০৮ সালের অলিম্পিকে রানার্সআপ হয়ে জিতেছিলেন রুপা। ব্রাজিলের হয়ে ২০০ ম্যাচে ১১৯ গোল করা ৩৮ বছর বয়সী মার্তার শেষ বড় টুর্নামেন্ট প্যারিস অলিম্পিক। তাই যেকোনো মূল্যে এবার ফাইনালে উঠে নামের পাশে অলিম্পিকের স্বর্ণপদক যোগ করতে চাইবেন তিনি।

 

কিউটিভি/আয়শা/০৪ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:৫৪

▎সর্বশেষ

ad