আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে নিয়ে আবারও আক্রমণ করলেন বলিউড অভিনেত্রী তথা বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউত। গতকাল শনিবার কঙ্গনা রাহুল গান্ধীর একটি বিকৃত ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে। যে ছবিতে রাহুল গান্ধীকে দেখা যায়, মাথায় মুসলিম টুপি, কপালে হলুদ টিকা ও গলায় একটি ক্রস নেকলেস। ছবিটি শেয়ার করে সংসদে জাতিগত জনগণনা নিয়ে রাহুলের করা মন্তব্যে কটাক্ষ করেন কঙ্গনা রানাউত। তবে কয়েক ঘণ্টা যেতে না যেতে সেই নিজের পোস্ট করা মন্তব্যে ট্রলের শিকার হলেন তিনি।
সম্প্রতি কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে জনসভায় রাহুলের জাতপাত নিয়ে কথা বলার একটি পুরোনো ভিডিও শেয়ার করে নেন। আর তাতে লেখেন— ‘আপনি নিজের জাত সম্পর্কে কিছুই জানেন না, আপনার দাদু মুসলিম, ঠাকুমা পার্সি, মা খ্রিস্টান। মনে হয় কেউ ভাত ও ডাল বানানোর জন্য কারিপাতা দিয়ে পাস্তা মেখেছেন। এদিকে উনি সবার জাত জানতে চান।’
গত মঙ্গলবার জাতিভিত্তিক জনগণনা নিয়ে রাহুল গান্ধীর উদ্দেশ্যে করা অনুরাগ ঠাকুরের মন্তব্যে উত্তাল লোকসভা। অনুরাগ মন্তব্য করেন— ‘যার জাতের ঠিক নেই, সে আবার জাতিভিত্তিক জনগণনা নিয়ে কথা বলছেন।’ পরে অবশ্য অনুরাগ নিজের পক্ষে যুক্তি দেন— ‘আমি বলেছিলাম যে জাতপাত সম্পর্কে জানেন না, এমন কেউ আদমশুমারির কথা বলেন। আমি কারও নাম বলিনি।’
জবাবে রাহুল বলেন, ‘আপনি আমাকে যত খুশি অপমান করতে পারেন, তবে আমরা সংসদে জাতিগত জনগণনা পাশ করব। অনুরাগ ঠাকুর আমাকে গালাগাল করেছেন, অপমান করেছেন। কিন্তু আমি তার কাছে কোনো ক্ষমার আশাও করি না।’
এ অভিনেত্রীর নিশানায় বেশ কয়েক দিন ধরেই আছেন রাহুল গান্ধী। জাতপাত বিতর্কের রেশ ধরে রেখে একের পর এক পোস্ট শেয়ার করে চলেছিলেন তিনি। কিন্তু এবার নিজের একটা ছোট্ট ভুল কঙ্গনার পথের কাঁটা হয়ে দাঁড়াল। কঙ্গনার করা এই পোস্টই চলে এসেছে তার বিপক্ষে। এ মুহূর্তে ২০ হাজারের বেশি পোস্ট তার বিরুদ্ধে গেছে।
এক নেটিজেন লিখেছেন— কঙ্গনা একটি লজ্জাজনক ও নিম্নরুচির ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। এ জন্য তাকে আদালতে টেনে আনা হোক, একটা অনলাইন এফআইআর কোনো কাজে আসবে না। #KanganaRanaut একজন অসুস্থ, তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া উচিত না।
আরেক নেটিজেন লিখেছেন— মানুষ দেখছে… তারা আপনার ঘৃণার জবাব দেবে। কঙ্গনা রানাউত জাতিগত জনগণনা নিয়ে রাহুল গান্ধীকে বিদ্রূপ করেছিলেন। তবে তিনি তেজস, ধাকাড়, থালাইভি এবং আরও অনেক ফ্লপ ছবি করেছেন। নিজের ব্যর্থতার কথা মাথায় রেখে অন্যকে ট্রোল করা উচিত নয়। রাহুল গান্ধী অত্যন্ত জনপ্রিয় নেতা, তার আত্মপক্ষ সমর্থনের প্রয়োজন নেই।
অন্য আরেকটি টুইটে লেখা— কঙ্গনা রানাউত হায় হায়! তোমার জন্য লজ্জা লাগে, তোমার বাবা-মা তোমাকে কী ধরনের আদব-কায়দা দিয়েছে। দয়া করে @INCIndia পদক্ষেপ নিন।
কিউটিভি/আয়শা/০৪ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:৫৫