ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

সেমিতে মুখোমুখি উরুগুয়ে-কলম্বিয়া, ডাগআউটে দুই আর্জেন্টাইনের লড়াই

Ayesha Siddika | আপডেট: ১০ জুলাই ২০২৪ - ১০:৩৮:৫০ পিএম

স্পোর্টস ডেস্ক : চলতি কোপা আমেরিকায় উরুগুয়ে ও কলম্বিয়া দুই দলই এখনও পর্যন্ত অপরাজিত। আগামীকাল ভোরে  ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে মাঠে নামবে এই দুই দল। তবে দুই দলের ডাগআউটে থাকবেন দুই আর্জেন্টাইন। ফলে লড়াইটা হবে তাদের মধ্যেও। চলতি আসরে দুর্দান্ত সময় পার করছে উরুগুয়ে। গ্রুপ পর্বে টানা তিন জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। শেষ আটের ম্যাচে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় উরুগুয়ে। অন্যদিকে কলম্বিয়ার সময়টাও কাটছে দারুণ। গ্রুপ পর্বে দুই জয় আর এক ড্রয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা। শেষ আটের ম্যাচে পানামে উড়িয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় কলম্বিয়া।

কলম্বিয়ার কোচ আর্জেন্টিনার নেস্তর লরেঞ্জো। অন্যদিকে উরুগুরের কোচ রিয়েলসা, তিনিও আর্জেন্টাইন। তাই লড়াইটা হবে এই দুই আর্জেন্টাইনের মধ্যেও। রিয়েলসার অধীনে সেই পুরোনো ধারায় ফিরেছে উরুগুয়ে। রিয়েলসাকে মনে করা হয় আধুনিক ফুটবলের অন্যতম প্রভাবশালী কোচ। তার ফুটবল দর্শন সবসময়ই আক্রমণাত্মক। তবে লরেঞ্জোর নামটা ছড়িয়েছে এবারের কোপা আমেরিকায়। কাউন্টার ফুটবল কৌশল দিয়ে প্রতিপক্ষকে কুপোকাত করতে বেশ পারদর্শী এই কোচ। কলম্বিয়ার তারকা হামেস রদ্রিগোজ আছেন বেশ ছন্দে। উরুগুয়ের ডারউইন নুনেজ, দিয়াজরাও আছেন বেশ ছন্দে। কোচ হিসেবে রিয়েলসার সঙ্গে লরেঞ্জোর দেখা হয়েছে মাত্র একবারই। গত বছর বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে উরুগুয়ে ও কলম্বিয়া ২-২ গোলে ড্র করেছিল।

২০২২ সালের জুনে কলম্বিয়ার কোচের দায়িত্ব নেন লরেঞ্জো। এই আর্জেন্টাইন কোচের ছোয়ায় বদলে গেছে পুরো দলটাই। তার অধীনেই এখনও পর্যন্ত টানা ২৩ ম্যাচ অপরাজিত আছে কলম্বিয়া। অন্যদিকে মার্সেলো রিয়েলসার অধীনে উরুগুয়েও ফিরেছে তাদের চেনা ছন্দে। তবে পরিসংখ্যানের দিক থেকে উরুগুয়ের চেয়ে বেশ পিছিয়েই আছে কলম্বিয়া। তাদের মুখোমুখি দেখায় এখনও পর্যন্ত ২০ ম্যাচে জয় পেয়েছে উরুগুয়ে। বিপরীতে কলম্বিয়া জিতেছে ১৪ ম্যাচে। বাকি ১১ ম্যাচ হয়েছে ড্র। আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৫ বার কোপা আমেরিকার শিরোপা জিতেছে উরুগুয়ে। অন্যদিকে কোপা আমেরিকায় মাত্র একবার চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া।    
উরুগুয়ের কোচ রিয়েলসা বলেছেন, ‘ব্রাজিলের মতো কলম্বিয়ারও সব পজিশনে ভালো খেলোয়াড় রয়েছে। কিন্তু আমরা যেকোনো দলের বিপক্ষে লড়াই করার ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে কলম্বিয়া বড় প্রতিদ্বন্দ্বী। তারা ইতিবাচক ফলাফলের মধ্যে আছে। তাদের স্কোয়াড এবং কোচের অভিজ্ঞতা আছে। প্রতিপক্ষকে আক্রমণ করা থেকে বিরত রাখা এবং নিজে আক্রমণ করার চেষ্টাকে প্রাধান্য দিয়ে পরিকল্পনা করি আমরা। তবে আমার আর কোনো প্ল্যান নেই।’এদিকে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তিন ডিফেন্ডারকে পাচ্ছে না রিয়েলসা। ব্রাজিলের বিপক্ষে লাল কার্ড দেখায় এই ম্যাচে নিষিদ্ধ থাকছেন নাতিহান নান্দেজ। চোটের কারণে খেলতে পারবেন না রোনালদ আরাউহো এবং মাসিয়াস ভিনা। 

 

 

কিউটিভি/আয়শা/১০ জুলাই ২০২৪,/রাত ১০:৩৩

▎সর্বশেষ

ad