ডেস্কনিউজঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে তার গুলশানের বাসা ফিরোজায় প্রবেশ করেছেন বিএনপি শীর্ষ নেতারা। আজ সোমবার রাত ৮টার দিকে ফিরোজায় প্রবেশ করেন তারা।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান ফিরোজায় প্রবেশ করেছেন।
কিউএনবি/বিপুল/১৭.০৬.২০২৪/রাত ৯.০৩