ব্রেকিং নিউজ
দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ শহীদ সাইদের আত্মত্যাগ জাতি কখনই ভুলবে না-রিজভী কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ছাত্র আন্দোলনে হামলাকারী লিটন আকন্দ’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী সাবেক উপজেলা চেয়ারম্যান খোকন ঢাকায় গ্রেফতার বিএনপির সাবেক এমপি কালামসহ ৩২ জনের নামে মামলা নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলার ৩ জন আসামী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার অতিরিক্ত আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন শহিদুর রহমান লুৎফর রহমান এর কলামঃ কোথাও বেজেছে পাখোয়াজ

চাপে থাকা পাকিস্তানের বিপক্ষে অঘটনের বার্তা কানাডার

Ayesha Siddika | আপডেট: ১১ জুন ২০২৪ - ০৭:৪৮:৪৩ পিএম

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (১১ জুন) বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় কানাডার মুখোমুখি হবে পাকিস্তান। টানা দুই হারে আসর থেকে ছিটকে যাওয়ার পথে থাকা পাকিস্তানের কিছুটা আশা বেঁচে থাকবে পরের দুই ম্যাচে জয় পেলে। ফলে কানাডার বিপক্ষে যেকোনো মূল্যে জয় তুলে নিতে হবে তাদের। এদিকে বাবরদের চাপ যেন কানাডার জন্য বড় পুঁজি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারলেও আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে নির্ভার তারা। পাকিস্তান বড় দল হলেও আত্মবিশ্বাসী ভালো ফল বের করে আনার।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কানাডার অধিনায়ক সাদ বিন জাফর বলেন, ‘তারা (পাকিস্তান) চাপে আছে। প্রথম দুটি ম্যাচ হেরেছে। তাই, যদি ভালো ক্রিকেট খেলতে পারি এবং ম্যাচের শুরুতে তাদেরকে চেপে ধরতে পারি, তাহলে যেকোনো কিছু সম্ভব।’ বোলিং কিংবা ব্যাটিং; শক্তিমত্তায় কানাডার তুলনায় বেশ এগিয়ে পাকিস্তান। কিন্তু তাদের চিন্তার কারণ হতে পারে যুক্তরাষ্ট্রের পিচ ও কন্ডিশন। নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে তারা।

জাফর বলেন, ‘আমি জানি, আমরা পাকিস্তানের মতো শীর্ষমানের ও অনেক অভিজ্ঞ একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। তবে বাস্তবতা হচ্ছে, তারা যে ঘরানার ক্রিকেটের জন্য পরিচিত সেটা খেলতে পারছে না।’কানাডার বিপক্ষে হারলে বিদায় নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের। তবে জিতলে টিকে থাকবে সুপার এইটের আশা। সেক্ষেত্রে শেষ ম্যাচে জয়ের পাশাপাশি প্রার্থনা করতে হবে যুক্তরাষ্ট্র যেন পরের দুই ম্যাচ হারে। এরপর অবশ্য নেট রান রেটেরও হিসেবটাও সামনে আসবে। তাই কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে শুধু জয় পেলেই হবে না, ব্যবধানটাও বড় রাখতে হবে বাবরদের।

 

 

কিউটিভি/আয়শা/১১ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

▎সর্বশেষ

ad