স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (১১ জুন) বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় কানাডার মুখোমুখি হবে পাকিস্তান। টানা দুই হারে আসর থেকে ছিটকে যাওয়ার পথে থাকা পাকিস্তানের কিছুটা আশা বেঁচে থাকবে পরের দুই ম্যাচে জয় পেলে। ফলে কানাডার বিপক্ষে যেকোনো মূল্যে জয় তুলে নিতে হবে তাদের। এদিকে বাবরদের চাপ যেন কানাডার জন্য বড় পুঁজি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারলেও আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে নির্ভার তারা। পাকিস্তান বড় দল হলেও আত্মবিশ্বাসী ভালো ফল বের করে আনার।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কানাডার অধিনায়ক সাদ বিন জাফর বলেন, ‘তারা (পাকিস্তান) চাপে আছে। প্রথম দুটি ম্যাচ হেরেছে। তাই, যদি ভালো ক্রিকেট খেলতে পারি এবং ম্যাচের শুরুতে তাদেরকে চেপে ধরতে পারি, তাহলে যেকোনো কিছু সম্ভব।’ বোলিং কিংবা ব্যাটিং; শক্তিমত্তায় কানাডার তুলনায় বেশ এগিয়ে পাকিস্তান। কিন্তু তাদের চিন্তার কারণ হতে পারে যুক্তরাষ্ট্রের পিচ ও কন্ডিশন। নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে তারা।
কিউটিভি/আয়শা/১১ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪