ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

নিউইয়র্কে পাকিস্তানি ইউটিউবারকে গুলি করে হত্যা

Ayesha Siddika | আপডেট: ১১ জুন ২০২৪ - ০৬:৩২:৪৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের গণমাধ্যমগুলো দাবি করেছে, ওই ইউটিউবারের নাম সাদ আহমেদ। তিনি ভারত-পাকিস্তান টি-২০ বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখতে নিউইয়র্কে যান। সেখানে ম্যাচ নিয়ে ভ্লগ বানানোর সময় তাকে গুলি করা হয়। প্রতিবেদনে জানানো হয়, ঘটনার সময় নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য তিনি কয়েকজনের সাক্ষাৎকার নিচ্ছিলেন।

 
এরপর সাদ তার মতামত নেয়ার চেষ্টা করেন এবং জানান যে ভিডিওতে তার কথা এবং চেহারা দেখানো হবে। কিন্তু নিরাপত্তারক্ষী এতে বাধ সাধেন। বলেন, তিনি ভিডিওতে কথা বলতে আগ্রহী নন। তাকে যেন এ বিষয়ে চাপ প্রয়োগ করা না হয়।

কিন্তু সাদ তারপরও তার ভিডিও তৈরির জন্য জোর করতে থাকেন নিরাপত্তারক্ষীকে। এতে নিরাপত্তারক্ষী ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং রাগের মাথায় ইউটিউবারকে গুলি করে বসেন। এরপর সাদকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। 
 
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ইউটিউবারকে গুলি করার আগে তিনি ওই নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলছেন। এ ঘটনায় পুলিশ আটক করেছে নিরাপত্তাকর্মীকে।
 
ওই নিরাপত্তাকর্মীকে উদ্ধৃত করে ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়েছে, ‘তিনি আমার মুখের কাছে মাইক আনেন এবং চিত্রগ্রহণ করতে থাকেন। আমি আমার মেজাজ হারিয়ে ফেলেছিলাম এবং তাকে লক্ষ্য করে গুলি চালাই।’
 
পাকিস্তান রোববার সেই ম্যাচে ভারতের কাছে ৬ রানে হেরেছে। এদিকে সাদের এক বন্ধু দাবি করেছেন, তিনিই ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনকারী। 
 
সূত্র: এনডিটিভি

 

 

কিউটিভি/আয়শা/১১ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৩১

▎সর্বশেষ

ad