স্পোর্টস ডেস্ক : মধ্যাহ্ন বিরতির আগে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান সেট হয়ে গিয়েছিলেন। কিন্তু সেট হওয়ার পর উইকেট ছুঁড়ে দিয়ে আসার পুরোনো রোগ আছে বাংলাদেশের ব্যাটারদের। সে রোগে সংক্রামিত হয়ে দ্বিতীয় সেশনে চার ব্যাটারকে হারিয়েছে বাংলাদেশ, রান উঠেছে ১৩২। জয়ের জন্য এখনো চাই ৩৭৯ রান।
বিনা উইকেটে ৩১ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সেশনের দ্বিতীয় ওভারেই ভাঙে উদ্বোধনী জুটি। প্রবাথ জয়সুরিয়ার বলে স্টাম্প গুঁড়িয়ে যায় জয়ের (২৪)। তৃতীয় দিনের খেলা শেষে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে উচ্চকণ্ঠ ছিলেন প্রথম ইনিংসে ফিফটি করা জাকির। কিন্তু দ্বিতীয় ইনিংসেও তিনিও সেই ব্যর্থদের দলেই নাম লেখালেন। উইকেটে থিতু হয়েও বিশ্ব ফার্নান্দোর বলে ক্যাচ দিয়েছেন স্লিপে। ১৯ রানে ধরেছেন সাজঘরের পথ।
সেশনে ৪ উইকেট হারানোর পর বাকি সময়টা দেখেশুনে কাটানোর চেষ্টা করে বাংলাদেশ। ১৪ রান নিয়ে সাকিব এবং ৫ বল খেলে এখনো রানের খাতা না খোলা লিটন শুরু করবেন শেষ সেশনের খেলা।
কিউটিভি/আয়শা/০২ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:৪০