বিনোদন ডেস্ক : সারার মেজাজ হারানোর সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সুযোগ পেলেই মন্দিরে গিয়ে পূজা দেন সারা। সম্প্রতি মুম্বাইয়ের একটি মন্দিরের বাইরে তাকে দেখা যায়। সেখানকার দুস্থ মানুষদের জন্য খাবার বিতরণ করছিলেন তিনি। আর সেই দৃশ্য ফ্রেমবন্দি করছিলেন পাপারাজ্জিরা। তা দেখেই মেজাজ হারান সারা।
ছবি তোলার সময় রেগে গিয়ে অভিনেত্রী বলেন, প্লিজ করবেন না। আমি আপনাদের অনুরোধ করে করে হাঁপিয়ে গেছি। আপনারা দয়া করে এরকম করবেন না। প্লিজ!তবুও তার কথা কেউ শুনে ভিডিও করতে থাকেন আলোচিত্রীরা। তাদের এমন ব্যবহারে সারা এড়িয়ে চলেন তাদেরকে।
বর্তমানে সারা বেশ দাঁপিয়ে কাজ করে চলেছেন। চলতি বছর তার দুটি সিনেমা মুক্তি পেয়েছে ওটিটিতে। একটি ‘মার্ডার মুবারক’, ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’। আগামীতে অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে।
কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:২৮