ব্রেকিং নিউজ
দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ শহীদ সাইদের আত্মত্যাগ জাতি কখনই ভুলবে না-রিজভী কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ছাত্র আন্দোলনে হামলাকারী লিটন আকন্দ’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী সাবেক উপজেলা চেয়ারম্যান খোকন ঢাকায় গ্রেফতার বিএনপির সাবেক এমপি কালামসহ ৩২ জনের নামে মামলা নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলার ৩ জন আসামী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার অতিরিক্ত আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন শহিদুর রহমান লুৎফর রহমান এর কলামঃ কোথাও বেজেছে পাখোয়াজ

ইরাকের কাছে ক্ষমা চাইলো যুক্তরাষ্ট্র

Ayesha Siddika | আপডেট: ০২ মার্চ ২০২৪ - ০৭:৩৪:৫৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (১ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে স্পুটনিক নিউজ। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ মোহাম্মদ হুসেইন বলেন, গত ২ ফেব্রুয়ারি ইরাক ভূখণ্ডে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আগে থেকেই ইরাকি সরকারকে কোনো ধরনের তথ্য না জানানোয় বাগদাদের কাছে ক্ষমা চেয়েছে ওয়াশিংটন।

তুরস্কের আন্টালিয়া কূটনীতি ফোরামে হুসেইন আরও বলেন,ওয়াশিংটন ইরাকি নিরাপত্তা বাহিনীর ওপর হামলার বিষয়ে সতর্ক করেনি। যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে সেই ঘটনার জন্য ইরাকের ক্ষমা চেয়েছেন। গত ২৮ জানুয়ারি সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত ও ৪০ জনের বেশি আহত হয়। ওই হামলার জন্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে ওয়াশিংটন।

এর জবাবে ২ ফেব্রুয়ারি ইরাক ও সিরিয়ায় থাকা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সশস্ত্র গোষ্ঠীগুলোর স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলার ঘটনায় বাগদাদ ও দামেস্ক তাদের ভূখণ্ডে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। যদিও হাউসের মুখপাত্র জন কারবি প্রথমে বলেছিলেন, হামলার আগে ইরাকি সরকারকে সতর্ক করেছি যুক্তরাষ্ট্র। তবে ৬ ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেল স্বীকার করেছেন যে, হামলার আগে ওয়াশিংটন বাগদাদকে সতর্ক করেনি।

 

 

কিউটিভি/আয়শা/০২ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪

▎সর্বশেষ

ad