আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের জবাবে লোহিত সাগরে জায়নবাদী ইসরাইল ও দেশটির সঙ্গে সম্পর্কিত পশ্চিমা দেশগুলোর কার্গো জাহাজ ও তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আল জাজিরার প্রতিবেদন মতে, গত ১৮ ফেব্রুয়ারি লোহিত সাগরের দক্ষিণাংশে ফ্রেইটার রুবিমার নামের ওই কার্গো জাহাজে হামলায় চালায় হুতি যোদ্ধারা।
হামলায় জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে মালিক পক্ষ। শনিবার ইয়েমেন সরকার জানিয়েছে, পরিত্যক্ত জাহাজটি ডুবে গেছে। গাজায় ইসরাইলের নির্বিচার হামলার প্রতিবাদে গত ১৯ নভেম্বর থেকে ইয়েমেন উপকূলের লোহিত সাগর, বাবেল মানদেব ও এডেন উপসাগর দিয়ে চলাচলরত বিভিন্ন জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা।
ইসরেইলের সঙ্গে সম্পর্কিত ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলায় ইসরাইলকে সমর্থন ও সহযোগিতা দেয়া দেশগুলোর জাহাজ লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছেন গোষ্ঠীটির নেতারা। হুতি হামলার কারণে পণ্যবাহী জাহাজ চলাচলে ঝুঁকি বেড়েছে। হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তাদের মিত্র দেশগুলো ইয়েমেনে গোষ্ঠীটির বিভিন্ন লক্ষ্যস্থলে নিয়মিত হামলা চালাচ্ছে। কিন্তু এতে খুব একটা সফল হয়নি তারা।
গাজায় আগ্রাসন বন্ধ হলে লোহিত সাগরে হামলা বন্ধ হবে
গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন বন্ধ হলে লোহিত সাগরে হামলার বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। গত মঙ্গলবার এক বার্তায় শর্তসাপেক্ষে আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করার দিকে ইঙ্গিত দেন গোষ্ঠীটির এক মুখপাত্র।
যুদ্ধবিরতি চুক্তি হলে হামলা বন্ধ করা হবে কি না জানতে চাইলে হুতি মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গাজার অবরোধ তুলে নিলে এবং অবাধে মানবিক ত্রাণ প্রবেশ করতে পারলে পরিস্থিতির পুনর্মূল্যায়ন করা হবে। তিনি বলেন, গাজায় ইসরাইলি আগ্রাসন ও অবরোধ বন্ধ না হলে ফিলিস্তিনি জনগণের জন্য ভালো হয় এমন কোনো অভিযান বন্ধ হবে না।
কিউটিভি/আয়শা/০২ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:২৮