বিনোদন ডেস্ক : না, জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে ‘গাঁইয়া’ বলে কটুক্তি করা হচ্ছে না। এটা এই নায়িকার নতুন সিনেমার নাম। আর সেটি পরিচালনা করবেন কালজয়ী ‘মনপুরা’খ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। তার ছবিতে ভালোবাসাই উঠে ওঠে মুখ্য বিষয়বস্তু হিসেবে। সেলিমের ‘গাঁইয়া’ অবশ্য পূর্ণদৈর্ঘ্য নয়, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
এটি মূলত ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ’র নতুন আয়োজন ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’ সিরিজের অংশ। এতে প্রেমের গল্পে বেশ কয়েকটি শর্টফিল্ম নির্মাণ করছেন গুণী নির্মাতারা। যার একটির দায়িত্ব পেলেন সেলিম।
গত ৩ জানুয়ারি বঙ্গ’র কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন দীঘি। এ সময় ফটোসেশনেও অংশ নেন তারা। সেই মুহূর্তের ছবি দিয়ে ‘গাঁইয়া’ সংবাদ নিশ্চিত করেছেন তরুণ নায়িকা। উচ্ছ্বাস নিয়ে বলেছেন, ‘আমি কতটা খুশি, বলে বোঝাতে পারবো না। কারণ তিনি আর কেউ নন, গিয়াসউদ্দিন সেলিম স্যার।’
এই শর্টফিল্মে দীঘির বিপরীতে দেখা যাবে খায়রুল বাসারকে। তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন নাটকের শুটিংয়ে। তাই চুক্তিসাক্ষর অনুষ্ঠানে হাজির হতে পারেননি। ছবিতে দীঘির বাবার ভূমিকায় থাকছেন তার বাস্তব জীবনের বাবা সুব্রত। আসন্ন জাতীয় নির্বাচনের পর শর্টফিল্মটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্য ছবিটি।
কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৪,/রাত ৮:২০