প্রতিবেশী দেশগুলোর তুলনায় পিছিয়ে পড়েছে পাকিস্তান : নওয়াজ

uploader3 | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩ - ০১:১৭:২৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান প্রতিবেশী দেশগুলোর তুলনায় পিছিয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নে পাকিস্তান এখন তার প্রতিবেশীদের তুলনায় পিছিয়ে পড়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে অর্থনীতির পতন শুরু হয়। শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হওয়ার পর অর্থনৈতিক অগ্রগতি শুরু হয়। 

শনিবার এক বক্তব্যে তিনি এ কথা বলেন। নওয়াজ বলেন, ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরো উন্নত করা উচিত। ভারতের পাশাপাশি আফগানিস্তান এবং ইরানের সঙ্গে সম্পর্ক ভালো করা দরকার। তার মতে, চীনের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে হবে।

পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রধান নেতা নওয়াজ শরিফ বলেন, ‘১৯৯৩ ও ১৯৯৯ সালে আমাকে কেন ক্ষমতাচ্যুত করা হয়েছিল, তা বলা উচিত। কারগিল যুদ্ধের সময় আমি যখন বিরোধিতা করেছিলাম- এই যুদ্ধে জড়ানো উচিত হবে না। তখনকার জেনারেল পারভেজ মোশাররফ আমাকে তখন ক্ষমতাচ্যুত করলেন। আমি যা বলেছি, পরে তা সত্য হয়েছে। 

নওয়াজ দাবি করেন -তিনি ক্ষমতায় থাকার সময় ভারতের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। তিনি বলেন, ‘আমি ক্ষমতায় থাকার সময় ভারতের দুই প্রধানমন্ত্রী আমাদের দেশে সফর করেছেন। এর মধ্যে একজন নরেন্দ্র মোদি ও আরেক জন অটল বিহারী বাজপেয়ী। সূত্র : হিন্দুস্তান টাইমস।

কিউটিভি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৩/দুপুর ১:১৭

▎সর্বশেষ

ad