ব্রেকিং নিউজ

দুই ম্যাচ নিষিদ্ধ সিকান্দার রাজা

uploader3 | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩ - ১১:০৮:২২ এএম

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা আয়ারল্যান্ডের কুর্টিস ক্যাম্ফার ও জশ লিটলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। সে কারণে রাজা ডিমেরিট পয়েন্ট পেয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়ে যান ও জরিমানা গুণেন। পাশাপাশি জরিমানা করা হয়েছে ক্যাম্ফার ও লিটলকেও।

প্রথম ম্যাচে রাজার অলরাউন্ড পারফরম্যান্সে ১ উইকেটে জয় পেয়েছিল জিম্বাবুয়ে। রাজা ব্যাট হাতে ৬৫ ও বল হাতে ২৮ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছিলেন। রান তাড়া করার সময় ১৪তম ওভারে রাজা আয়ারল্যান্ডের লিটল ও ক্যাম্ফারের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। আম্পায়ার এসে থামান তাকে।

এই ঘটনায় রাজাকে দু’টি ডিমেরিট পয়েন্ট দেওয়া যায়। তাতে ২৪ মাসের মধ্যে তার মোট পয়েন্ট ৪ হয় এবং দুই ম্যাচ নিষিদ্ধ হয়ে যান। পাশাপাশি তাকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়। অন্যদিকে লিটল ও ক্যাম্ফারকে ১৫ শতাংশ জরিমানা করা হয়। তাদের একটি করে ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়।

কিউটিভি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৩/সকাল ১১:০৮

▎সর্বশেষ

ad