
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের ক্রিকেট বিষয়ক সাময়ীকি উইজডেন সোমবার (২০ নভেম্বর) ভারত বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করেছে। এই তালিকায় ১১ জনের মধ্যে ৬ জনই ভারতীয় ক্রিকেটার, ৩ জন ক্রিকেটার অস্ট্রেলিয়ার আর বাকি ২ জনের একজন দক্ষিণ আফ্রিকান এবং একজন নিউজিল্যান্ডের।
উইজডেনের প্রকাশিত একাদশে ওপেনিংয়ে থাকছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তার সঙ্গে রাখা হয়েছে অস্ট্রেলিয়াকে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ জেতানোর নায়ক ট্রাভিস হেডকে। ইনজুরির কারণে বিশ্বকাপের শুরুতে তিন ম্যাচ খেলতে না পেরেও এই জায়গা দখল করেছেন হেড।
তিনে অনুমিতভাবেই বিরাট কোহলি। রেকর্ড ভাঙা গড়ার এই নায়ক এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক। ১১ জনের তালিকায় থাকা একমাত্র কিউই ক্রিকেটার ড্যারেল মিচেলকে রাখা হয়েছে চার নম্বরে। পুরো টুর্নামেন্ট জুড়ে কিউইদের বড় ভরসা হয়ে থেকেছেন এই ব্যাটার।
ভারতের মিডল অর্ডারকে শক্তিশালী করে তুলতে বড় ভূমিকা রেখেছেন লোকেশ রাহুল। উইজডেনের তালিকায়ও তাকে রাখা হয়েছে মিডল অর্ডারেই। অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল আছেন ছয়ে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে দলকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন তিনি।
ম্যাক্সওয়েল ছাড়াও স্পিন অলরাউন্ডার হিসেবে দলে রাখা হয়েছে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। এবারের টুর্নামেন্টে ব্যাট এবং বল হাতে ভালোভাবেই আলো ছড়িয়েছেন তিনি। নতুন ক্রিকেটারদের মধ্যে দক্ষিণ আফ্রিকান জেরাল্ড কোয়েতজে চমক দেখিয়ে জায়গা করে নিয়েছেন এই একাদশে।
ব্যাটিংয়ের মতো বোলিংয়েও আধিপত্য ভারতের। সেরা একাদশের তিন পেসারের মধ্যে দুইজনই ভারতীয়। ৩ ম্যাচ না খেলে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী মোহাম্মদ শামিকে রাখা হয়েছে সেরা একাদশে। ইমপ্যাক্ট বোলার জাসপ্রীত বুমরাহও আছেন এই একাদশে। ২৩ উইকেট নেয়া অ্যাডাম জাম্পাও জায়গা করে নিয়েছেন উইজডেনের বিশ্বকাপ সেরা দলে।
উইজডেনের সেরা একাদশ: রোহিত শর্মা, ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারেল মিচেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জেরাল্ড কোয়েতজে, মোহাম্মদ শামি, অ্যাডাম জাম্পা ও জাসপ্রীত বুমরাহ।
কিউটিভি/আয়শা/২০ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪০