কোন সারায় মজেছেন গিল?

Ayesha Siddika | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ - ০৩:৪৮:১৬ পিএম

বিনোদন ডেস্ক : একদিকে বিশ্বকাপের আঁচে সরগরম গোটা দেশ। তার পাশাপাশি চলছে অন্য এক চর্চা। শচীনকন্যা সারা টেন্ডুলকার ও শুভমান গিলের প্রেম। শুভমানের খেলা দেখতে মাঠে আসেন শচীনকন্যা। শুভমানের প্রতি রানে তার মুখের অভিব্যক্তি বদলাতে থাকে। সবই ক্যামেরাবন্দি করা হয়। দিন কয়েক আগেই আম্বানীদের অনুষ্ঠানে দেখা গিয়েছিল সারা-শুভমানকে। যদিও ক্যামেরা দেখে অপ্রস্তুত হয়ে পড়েন ক্রিকেট তারকা। তবে শুভমানকে নিয়ে প্রতিবারই অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে শচীনকন্যাকে। 

কিন্তু কেন এগিয়ে গেলেন সারা টেন্ডুলকার। মাস কয়েক আগেও সারা নিজের ছবির প্রচারে এসে জানিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করতে তার অসুবিধা নেই। শুভমান গিলের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্ন করলে সারার উত্তর— এখনো পর্যন্ত তার মনের মানুষের সঙ্গে নাকি দেখাই হয়নি। 

এদিকে একাধিকবার শুভমানের সঙ্গে রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা গেছে নবাবকন্যাকে। কিন্তু হঠাৎই যেন সব প্রচারের আলো কেড়ে নেন শচীনকন্যা। ক্রিকেট তারকার জন্মদিনে শুভেচ্ছা জানানো হোক কিংবা ঘুরতে গিয়ে একই জায়গা থেকে ছবি দেওয়া— সবটাই বেশ ইঙ্গিতপূর্ণ। সারা-শুভমানের দুরন্ত প্রেমের মাঝে অন্য সারা যে বেশ দূরত্ব বজায় রেখেছেন, তা ভালোই বোঝা যাচ্ছে।

 

 

কিউটিভি/আয়শা/০৪ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৪০

▎সর্বশেষ

ad