একজন সিলভিয়া প্যাটারসন : আসছে বাংলাদেশে

superadmin | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ - ০৮:২৪:০৯ পিএম

একজন সিলভিয়া প্যাটারসন : আসছে বাংলাদেশে
—————————————————–
স্বর্ণকেশী সিলভিয়া প্যাটারসন অফিসের কাজ শেষ করে ফেলেছে। এখন সে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। ফাইল ওয়ার্ক শেষ করে হ্যাঙ্গারে ঝুলন্ত ওভারকোটটা গায়ে দিল সে। অফিস রুম সংলগ্ন ছোট্ট ড্রেসিংরুমে ঢুকে সে চিরুনি হাতে নিয়ে তার ছড়ানো সোনালী কেশে ব্রাশ করা শুরু করল। মনের অজান্তে গুনগুন করে সে কান্ট্রি সং গাচ্ছে। গতকাল রাত থেকেই সিলভিয়ার মনটা উরু উরু করছে।

চুল আঁচড়াতে যেয়ে সিলভিয়ার হাত থেকে চিরুনিটা পড়ে গেল। চিরুনিটা কুড়িয়ে নিয়ে মনে মনে হাসছে সিলভিয়া। ৩০ বছর আগে থাইল্যান্ডের ফুকেটে হোটেল রুমে এভাবে তার চিরুনি পরে গিয়েছিল। পাশে বসে ছিল রামান। চিরুনি পড়ে যাওয়া দেখে রামান হেসে বলেছিলে, চুল আঁচড়াতে গিয়ে চিরুনি পড়ে গেলে গেস্ট আসে। তোমার কোন গেস্ট আসবে।

সিলভিয়া হেসে জবাব দিয়েছে রামানকে, আমরা দুজন বেড়াতে এসেছি ফুকেটে। এখানে আমার গেস্ট আসবে কোথা থেকে ? আজ ৩০ বছর পর রামানের কথায় মনে মনে হাসে সিলভিয়া। তার জীবনে কোন গেস্ট নেই। কে আসবে ? কিন্তু সে গেস্ট হতে পারে একজনের। খুব শীঘ্রই সিলভিয়া যেতে যায় বাংলাদেশে। রামানের গেস্ট হতে যাচ্ছে সে। গতকাল রাতেই রামানের সংগে কথা বলেছে সে। বাংলাদেশে যেতে চায় সে।

মাথায় কিছু চুল পাক ধরেছে সিলভিয়ার। সাদা চুলগুলোকে কার্ল করে স্বর্ণালী রূপ দিয়েছে সে। সিলভিয়া ভাবছে, রামানের চুল গুলো কি পেঁকে গেছে। বয়স চুপি চুপি তাদের স্বাভাবিক রূপ কেড়ে নিচ্ছে। সিলভিয়া দীর্ঘশ্বাস ছাড়ে।

ইডেন ব্যাংক টেরেসে এই অফিসটি সিলভিয়ার বাবার সময় থেকেই। অফিস থেকে বের হয়েই ক্যাডিলাকে চেপে বসল সিলভিয়া। এখন সে যাবে জিমে। এক ঘন্টা ব্যায়াম করবে, হট শাওয়ার নিবে। এরপরে সে ছুটবে বাসার পথে। গৎবাঁধা এমন জীবন যাপন করছে সিলভিয়া।

৩০ বছর আগে একটা স্বপ্ন দেখেছিল সিলভিয়া। দুরন্ত সেই তারুণ্যিক জীবনে একজন এসেছিল তার জীবনে। কিন্তু তাদের পরিণতি লাভ করেছে বিয়োগাত্বক হিসাবে। মিলন ঘটেনি তাদের। বাংলাদেশী এক যুবক রামান তছনছ করে দিয়ে দিয়েছে তার জীবন। ভালোবাসার হাতছানি উপেক্ষা করেছে সে।

সিলভিয়ার গাড়ির সামনে আরেকটি গাড়ী। চারজন সুঠামদেহী বডিগার্ড সব সময় পাহারা দেয় সিলভিয়াকে। ২০ বিলিয়ন ডলারের মালিক সিলভিয়া প্যাটারসনের পারিবারিক ব্যবসা কয়েক ধরণের। ইতালিতে সৌখিন ইয়ট বানানো, রাশিয়া থেকে ইউরোপের দেশগুলোতে পাইপলাইনের কাজ করা, মধ্যপ্রাচ্যে অয়েল রিগ ড্রিগিং এর কাজ। আরও কত কি?

সিলভিয়ার বাবা এডরুক প্যাটারসন যখন মারা যায় তখন তাদের ব্যবসার পরিধি ছিল ১০ বিলিয়ন ডলারের। এখন সে ব্যবসা ২০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। খুব স্বল্প সময়ে সিলভিয়া প্যাটারসন তাদের পারিবারিক ব্যবসাকে তরতর করে উপরে তুলে ফেলেছে। বাঁধনহারা,বল্গাহীন এক তরুণী সিলভিয়ার কোন পিছুটান ছিলনা। ভাললাগা, ভালোবাসার যে বন্ধন ছিল, ৩০ বছর আগে থাইল্যান্ডের ডন মুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তা ছিন্ন করে দিয়েছে বাংলাদেশী এক তরুণ রামান। বিয়ে শাদী আর করেনি সিলভিয়া। পুরো সময়টা দিয়েছে সে ব্যবসার পিছনে।

অপরদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের একটি দৃশ্য। অফিসগামী রামান যেতে যেতে ভাবে একদা দেশের জন্যে এক নিষ্কলুষ ভালোবাসাকে ত্যাগ করতে হয়েছে তাকে। যে গণতন্ত্র, যে স্বাধীনতার জন্যে তার এই দৃঢ় প্রতিজ্ঞা কাজ করেছে নিষ্ঠুরতার মাঝে, সেই দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। বরং কেড়ে নেয়া হয়েছে ভোটাধিকারকে। যে দেশের জন্যে সিলভিয়াকে প্রত্যাখ্যান করতে হয়েছে, সেই সিলভিয়া আসছে বাংলাদেশে। খুব সহসাই। রামান আতংকিত বোধ করে। সিলভিয়া যদি জানতে চায়, আমাকে প্রত্যাখ্যান করে কি অর্জন করলে ? কি এচিভ করলে ? কি জবাব দেবে সে ? রামান বিভ্রান্তবোধ করে।

পর্ব-১। (চলবে )

 

লেখকঃ লুৎফর রহমান একজন রাজনীতিবিদ ও লেখক। তিনি নিয়মিত লেখালেখির পাশাপাশি ইলেক্ট্রনিক নিউজ মিডিয়ার সম্পাদক ও প্রকাশক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র লুৎফর রহমান ৮০ এর দশকের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাস তুলে ধরতে দুটি রাজনৈতিক উপন্যাস লিখেছেন, যা দেশ বিদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। সোশ্যাল মিডিয়ায় জীবনের খন্ডচিত্র এঁকে তিনি এখন ব্যাপক পরিচিত।

 

কিউএনবি/বিপুল/২৩.১০.২০২৩/ রাত ৮.১৯

▎সর্বশেষ

ad