
এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পঙ্গুপ্রতিবন্ধী সাকিব হোসেন পেলো হুইলচেয়ার। বৃহ¯পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে “চৌগাছা পরিবার”স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিনা মূল্যে এ হুইলচেয়ার দেওয়া হয়। জন্মগত পঙ্গু-প্রতিবন্ধী সাকিব হোসেন হুইল চেয়ার পেয়ে বেজায় খুশি। সাকিব হোসেন চৌগাছা উপজেলা জগদীশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামের সিরাজ গোলদারের ছেলে। “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন” একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন।
সাকিব হোসেনের পিতা সিরাজ গোলদার জানান, আমার ছেলে জন্মগত প্রতিবন্ধী ও পঙ্গু। সে জন্মের পর থেকেই বিছানায় শুয়ে থাকে। আমার নিজের একটা হুইলচেয়ার কেনার ক্ষমতা নেই। আমি ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের নিকট তার চলাফেরার সুবিধার্থে একটি হুইল চেয়ারের জন্য আবেদন করি। তারা আমার আবেদটি বিবেচনায় নিয়ে এটকি হুইল চেয়ার প্রদান করেছেন।
সংগঠনটির সভাপতি প্রবাসি বখতিয়ার হোসেন বলেন,”বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই ¯ে¬াগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। ইতোমধ্যে বেশ জনপ্রিয় ও এলাকার অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছে। আগামীতে মাদকমুক্ত সমাজ, বাল্যবিবাহ প্রতিরোধ ও দেশের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশায় এগিয়ে নিতে চাই সংগঠনকে। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার গ্রহণ করেছেন। তারা দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে পথচলছে।
কিউটিভি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩